Tadin Khan Achakzai

Afghanistan: দিল্লিতে আশ্রয় কন্দহরের প্রাক্তন পুলিশ প্রধানের

তালিবান গত শনিবার কন্দহরের দখল নিয়েছে। কোনও মতে প্রাণে বেঁচেছেন জেনারেল আচকজি। কাবুল হয়ে সোজা চলে এসেছেন ভারতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২১ ০৬:০২
Share:

তাদিন খান আচকজি ছবি সংগৃহীত।

কন্দহরের প্রাক্তন পুলিশ প্রধান জেনারেল তাদিন খান আচকজি এখন দিল্লিতে। রবিবার রাতে শ’দুয়েক আফগান দিল্লিতে কার্যত পালিয়ে এসেছেন। তাঁদের মধ্যে অন্যতম ৩৭ বছর বয়সি আচকজি। তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। তালিবানের শত্রু-তালিকার বেশ উপরের দিকেই রয়েছে আচকজির নাম।

Advertisement

তালিবান গত শনিবার কন্দহরের দখল নিয়েছে। কোনও মতে প্রাণে বেঁচেছেন জেনারেল আচকজি। কাবুল হয়ে সোজা চলে এসেছেন ভারতে। তাঁর সঙ্গে আসা নাজিবুল্লা আহমেদ (নাম পরিবর্তিত) আজ জানিয়েছেন, আফগানিস্তানের যা পরিস্থিতি তা মানতে পারছেন না এই প্রাক্তন পুলিশ অফিসার। মানসিক ভাবে প্রচণ্ড ভেঙে পড়েছেন। ইতিমধ্যেই আচকজির পরিবারের অনেককে হত্যা করেছে তালিবান। বাকিদের সঙ্গে আনতে পারেননি। বিপদ এড়াতে এখন আলাদা আলাদা করে তাঁদের আনার ব্যবস্থা হচ্ছে।

তাদিন হলেন প্রয়াত জেনারেল রাজিকের ভাই। যিনি কন্দহরে তালিবানের সঙ্গে সরকার পক্ষের হয়ে যুদ্ধ করেছেন। ২০১৮ সালে মৃত্যুর আগে পর্যন্ত কন্দহর শাসন করেছেন তিনি। কূটনৈতিক শিবিরের মতে, কন্দহর কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, নব্বইয়ের দশকে এটি ছিল তালিবানের সদর কার্যালয়। পরবর্তী কালে আফগানিস্তানে আমেরিকান সেনাদের প্রধান ঘাঁটি।

Advertisement

আফগানিস্তানের নিরাপত্তা বিভাগের অন্যতম স্তম্ভ ছিলেন জেনারেল রাজিক। সে দেশে তাঁর প্রভূত সম্মান। আফগান মুলুকে জনশ্রুতি, তালিবান-নিকেশে কোনও সুযোগ রাজিক হাতছাড়া করেননি। দিল্লিতে পালিয়ে আসা আফগানদের মুখে আজও তাঁর প্রশস্তি শোনা যাচ্ছে। তাঁর মৃত্যুর পর কন্দহরে তালিবানের শক্তি অনেকটাই বেড়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement