Terrorism

জবানবন্দি জঙ্গি প্রজ্ঞার

ঢাকার সদরঘাট এলাকা থেকে বাংলাদেশ পুলিশের জঙ্গি-বিরোধী শাখা ১৬ জুলাই মোহনাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট মেলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২০ ০৪:২৫
Share:

প্রতীকী ছবি

কোর্টে গোপনগ্রেফতারের পরে চার দিন পুলিশ হেফাজতে কাটানোর পরে বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে তোলা হল ধর্মান্তর হয়ে বাংলাদেশের নব্য জেএমবি জঙ্গি দলে নাম লেখানো ভারতীয় মহিলা আয়েশা জান্নাত মোহনা ওরফে প্রজ্ঞা দেবনাথকে। সে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি দিতে চাইলে মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার খাস কামরায় তা নেওয়া হয়। সেই স্বীকারোক্তি মূলক জবানবন্দি রেকর্ড করার পরে তাঁকে জেল হেফাজতে পাঠানোর আদেশ দেন হাকিম।

Advertisement

ঢাকার সদরঘাট এলাকা থেকে বাংলাদেশ পুলিশের জঙ্গি-বিরোধী শাখা ১৬ জুলাই মোহনাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট মেলে। মোহনা জানায়, হুগলির ধনেখালি থানার পশ্চিম কেশবপুর গ্রামে তার বাড়ি। নাম প্রজ্ঞা দেবনাথ। ক্লাস নাইনে পড়ার সময়ে সে ধর্মান্তরিত হয়। গত চার বছরে সে বহু বার বৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশ আসা যাওয়া করেছে। ওমান প্রবাসী এক বাংলাদেশিকে ফোনে বিয়েও করেছে। এক পুলিশ কর্তা জানান, ধরা পড়ার পরে এবং এ দিন আদালতেও একেবারে ঠান্ডা মাথায় ছিল নব্য জেএমবি-তে নাম লেখানো এই মহিলা। জিজ্ঞাসাবাদের সময়েও পুলিশের সঙ্গে সহযোগিতাই করেছে। বাংলাদেশের যে সব মাদ্রাসায় সে থাকত, তাদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছে পুলিশ। জঙ্গি দলে নতুন সদস্য নিয়োগ এবং অর্থ সংগ্রহের দায়িত্বে ছিল প্রজ্ঞা ওরফে আয়েশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement