প্রতীকী ছবি।
রদ হওয়ার পরেও ১৫৭ বছর ধরে বহাল তবিয়তে রয়েছে ক্রীতদাস প্রথা। তা এ বার চিরতরে বন্ধ করতে গণভোটের পথে হাঁটছে আমেরিকার পাঁচ রাজ্য। সাজা হিসাবে অপরাধীদের ক্রীতদাস করে রাখার প্রচলন রয়েছে সেখানে।
আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, সামনের মাসেই ক্রীতদাস প্রথা নিয়ে গণভোট হতে চলেছে আমেরিকার অ্যালাবামা, লুইজ়িয়ানা, ভারমন্ট, ওরেগন এবং টেনেসিতে। প্রসঙ্গত, ১৮৬৫ সালে গৃহযুদ্ধের পরেই আমেরিকার সংবিধান থেকে ক্রীতদাস প্রথা মুছে দেওয়া হয়। তার পরেও ওই পাঁচটি রাজ্যের সংবিধানে সাজা হিসাবে ক্রীতদাস প্রথা থেকে গিয়েছিল। যা আজও চলছে।
আইন বিশেষজ্ঞদের মতে, পাঁচ রাজ্যের অধিকাংশ নাগরিক দাস প্রথার বিরুদ্ধে ভোট দিলে তা চিরতরে বিলুপ্ত হবে ঠিকই। কিন্তু জেলে কয়েদিদের শ্রম সংক্রান্ত নিয়মে বিশেষ পরিবর্তন হবে না।