Viral

Viral Video: ‘টুথব্রাশ’-এর বিকল্প চিংড়ি! জলের তলায় এ ভাবেই দাঁত পরিষ্কার হল ডুবুরির

আপলোড করার সঙ্গে সঙ্গেই প্রায় এক লক্ষ তিন হাজার মানুষ এই ভিডিয়োটি দেখেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ১৮:৫৫
Share:

চিংড়িটি মনের সুখে যেন ডুবুরির দাঁতে আটকে থাকা খাবার তার শুঁড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ছবি: টুইটার

দাঁত পরিষ্কারের জন্য টুথব্রাশ বা গ্রামাঞ্চলে দাঁতন অনেকেই ব্যবহার করেন। তা বলে জলজ্যান্ত চিংড়ি মাছ মুখের ভেতর ঢুকে দাঁত পরিষ্কার করে দিচ্ছে, এ যেন একটু বাড়াবাড়িই! কিন্তু নেট মাধ্যমে সদ্য আপলোড হওয়া এমন এক ভিডিয়ো দেখে তেমনটি ছাড়া তো আর কিছু ভাবা যাচ্ছে না।

Advertisement

এক ডুবুরি টুইটারে ৫৯ সেকেন্ডের একটি ভিডিয়ো আপলোড করেছেন। তাতে দেখা যাচ্ছে, একটি চিংড়ি ডুবুরির মুখের ভিতর ঢুকে পড়েছে একটি চিংড়ি। সেটি মুখের ভিতর ঢুকে যাওয়ার সময়ও ডুবুরি নিজের জায়গায় স্থির হয়ে ভেসেছিলেন। ভিডিয়ো দেখে মনে হবে, চিংড়িটি মনের সুখে যেন ডুবুরির দাঁতে আটকে থাকা খাবার তার শুঁড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে।

আপলোড করার সঙ্গে সঙ্গেই প্রায় এক লক্ষ তিন হাজার মানুষ এই ভিডিয়োটি দেখেন। ‘ডেন্টিস্ট’-এর সঙ্গে তুলনা করে অনেকেই মজা করে চিংড়িটিকে ‘ক্রেন্টিস্ট’ বলে উল্লেখ করেছেন। পরে অবশ্য চিংড়িটি শ্যাওলার ভিতরেই হারিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement