প্যারিসে বন্দুকবাজের হামলা। এলাকায় তল্লাশি পুলিশের। শুক্রবার। ছবি টুইটার।
বন্দুকবাজের হামলা প্যারিসে। শুক্রবার মধ্য প্যারিসে আচমকা গুলি চালান এক বন্দুকবাজ। হামলায় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েক জন। গ্রেফতার করা হয়েছে বন্দুকবাজকে।
হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। ওই এলাকায় যেতে বাসিন্দাদের বারণ করা হয়েছে। হামলার ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সংবাদ সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে, ৭-৮ রাউন্ড গুলি চলেছে।
কী কারণে ওই বন্দুকবাজ হামলা চালালেন তা এখনও স্পষ্ট নয়। তাঁকে জেরা করছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বন্দুক। ধৃতের বয়স ৬০ বছরের বেশি। যে এলাকায় হামলা চালানো হয়, সেখানে রেস্তরাঁ, দোকান, পানশালা রয়েছে।