Makeup Tips

কাজল, মাস্কারা থেকে লিপস্টিক, কোন প্রসাধনী কত দিন ধরে ব্যবহার করতে পারবেন?

কাজল অথবা যে ফাউন্ডেশনটি রোজ মুখে মাখছেন, সেটির ব্যবহারের নির্ধারিত সময় আছে। সেই সময় পেরিয়ে গেলে তা আর ত্বকের জন্য স্বাস্থ্যকর থাকবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৯:০৮
Share:

কোন প্রসাধনী কত দিন ধরে ব্যবহার করা নিরাপদ? ছবি: ফ্রিপিক।

সময় পেরিয়ে গেলেও কি প্রসাধনী ব্যবহার করেন? অনেকেই জানেন না, প্রতিটি প্রসাধনী ব্যবহার করার নির্দিষ্ট সময়সীমা আছে। নামী ব্র্যান্ডের প্রসাধনী অনেক দাম দিয়ে কিনে তা পরে ব্যবহারের জন্য রেখে দেন অনেকেই। অথবা দীর্ঘ সময় ধরে একটু একটু ব্যবহার করেন। এই অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয়। কাজল অথবা যে ফাউন্ডেশনটি রোজ মুখে মাখছেন, সেটিরও ব্যবহারের নির্ধারিত সময় আছে। সেই সময় পেরিয়ে গেলে তা আর ত্বকের জন্য স্বাস্থ্যকর থাকবে না। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, ত্বকের নানা সমস্যার কারণই হল পুরনো প্রসাধনী বহু দিন ধরে ব্যবহার করার অভ্যাস।

Advertisement

তা হলে জেনে নিন, কোন প্রসাধনী কত দিন ধরে ব্যবহার করা নিরাপদ।

পাউডার ফাউন্ডেশন

Advertisement

প্যাক খোলার পর থেকে ১৮ মাস ব্যবহার করতে পারবেন। তার বেশি এক দিনও নয়।

তরল ফাউন্ডেশন

দীর্ঘ সময় ধরে ব্যবহার করার অভ্যাস আছে অনেকেরই। শিশির নীচে ফাউন্ডেশন শুকিয়ে গেলেও তা বার করে মুখে মাখেন অনেকে। তরল ফাউন্ডেশন এক বছরের বেশি ব্যবহার করা ঠিক নয়।

মাস্কারা

একটি মাস্কারা যদি বছরখানেক ধরে ব্যবহার করেন, তা হলে চোখে সংক্রমণ হতে বাধ্য। মাস্কারা খুব বেশি হলে তিন মাস ব্যবহার করলেই ভাল। তার বেশি নয়।

লিপস্টিক

ম্যাট হোক বা জেল, ৬ মাসের বেশি একটি লিপস্টিক ব্যবহার করা ঠিক নয়।

আইলাইনার

একটি আইলাইনার কিনে বহু দিন ধরে তা ব্যবহার করেন অনেকে। কিন্তু ত্বক চিকিৎসকেরা বলেন, একটি আইলাইনার তিন মাসের বেশি ব্যবহার করা ঠিক নয়।

(এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। প্রসাধনী কেনার সময়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় দেখে নেবেন। সেই সময়ের মধ্যেই ব্যবহার করা ভাল)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement