Militants Attack on Pakistan Army

পাকিস্তানে সেনাছাউনিতে আত্মঘাতী হানা, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা, মৃত্যু ১২ পাক জওয়ানের

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে একটি সেনাছাউনিতে মঙ্গলবার রাতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। বুধবার ওই ঘটনার কথা প্রকাশ্যে আনে পাকিস্তানি সেনা। আত্মঘাতী ওই হামলায় পাকিস্তানি সেনার অন্তত ১২ জন জওয়ানের মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৭:২৮
Share:

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে মঙ্গলবার রাতে একটি সেনাছাউনির কাছে হামলা চালিয়েছে জঙ্গিরা। ছবি: রয়টার্স।

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ায় জঙ্গি হানায় মৃত্যু হয়েছে ১২ পাকিস্তানি সেনার। হামলাটি হয়েছিল মঙ্গলবার রাতে। তবে শুরুতে পাকিস্তানি সেনা বা সরকারের তরফে এই হামলার বিষয়ে কিছু জানানো হয়নি। বুধবার সে দেশের সেনার তরফে এক বিবৃতিতে হামলার কথা জানানো হয়। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, খাইবার-পাখতুনখোয়ায় একটি সেনাছাউনিতে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ধাক্কা মারে সেনাছাউনির দেওয়ালে। তাতে সেনাছাউনি এবং আশপাশের অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ১২ জন পাকিস্তানি সেনার।

Advertisement

পাকিস্তান সেনা আরও জানিয়েছে, মঙ্গলবার রাতে ওই হামলার পরে পাল্টা জবাব দেন জওয়ানেরাও। দু’পক্ষের সংঘর্ষে ছ’জন জঙ্গির মৃত্যু হয়েছে। জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে পাক সেনা। তবে এই হামলার নেপথ্যে কারা জড়িত, সে বিষয়ে কোনও মন্তব্য করেনি পাকিস্তান সেনা। যদিও ‘গুল বাহাদুর গ্রুপ’ নামে এক জঙ্গিগোষ্ঠী ওই হামলার দায়স্বীকার করেছে।

উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং ‘গুল বাহাদুর গ্রুপ’ জঙ্গিগোষ্ঠী সম্প্রতি একাধিক হামলা চালিয়েছে। ‘গুল বাহাদুর গ্রুপ’-এর প্রধান হাফিজ গুল বাহাদুর একদা টিটিপিতে ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে টিটিপিতে মেহসুদ জনগোষ্ঠীর আধিপত্যের প্রতিবাদ করে উঠমানজাই ওয়াজিরি সম্প্রদায়ের নেতা হাফিজ নতুন সংগঠন তৈরি করেন। অক্টোবরের শেষের দিকে খাইবার-পাখতুনখোয়ায় টিটিপির হামলায় পাক আধাসেনা ফ্রন্টিয়ার কোর বাহিনীর অন্তত ১০ জন সেনার মৃত্যু হয়েছিল।

Advertisement

নভেম্বরেই পাকিস্তানের বালুচিস্তানের কোয়েটা রেলস্টেশনে বোমা বিস্ফোরণ হয়েছিল। ওই হামলার নেপথ্যেও আত্মঘাতী বিস্ফোরণের তত্ত্বই উঠে এসেছে। বিস্ফোরণে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও অনেকে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছিল, ওই হামলাতেও মৃতদের মধ্যে ১৪ জন পাকিস্তানি সৈনিক ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement