Anmol Bishnoi

বেআইনি ভাবে প্রবেশ! গ্রেফতারির পর আমেরিকায় রাজনৈতিক আশ্রয় চাইলেন লরেন্স বিশ্নোইয়ের ভাই

চলতি বছরের এপ্রিলে বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির সামনে গুলি চলার ঘটনা-সহ মোট ১৮টি মামলা রয়েছে আনমোলের বিরুদ্ধে। ২০২২ সালে পঞ্জাবি সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার হত্যাতেও তাঁর যোগ রয়েছে বলে জল্পনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৬:৪৫
Share:

(বাঁ দিকে) লরেন্স বিশ্নোই। আনমোল বিশ্নোই (ডান দিকে)। — ফাইল চিত্র।

আমেরিকায় সদ্য গ্রেফতার হয়েছেন মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের ছোট ভাই আনমোল বিশ্নোই ওরফে ভানু। সেই আবহেই এ বার আমেরিকায় রাজনৈতিক আশ্রয় চাইলেন তিনি। সূত্রের খবর, আপাতত পুলিশ হেফাজতেই রয়েছেন তিনি। ঠাঁই হয়েছে আইওয়া শহরের পোটাওয়াট্টামি কাউন্টি জেলে।

Advertisement

গত সপ্তাহে আনমোলকে গ্রেফতার করেছে ক্যালিফোর্নিয়ার ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম্‌স এনফোর্সমেন্ট (আইসিই)। অভিযোগ, জাল নথির সাহায্য নিয়ে বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন আনমোল। গ্রেফতারির খবর পেয়ে তাঁকে দেশে ফেরাতে সক্রিয় হয় মুম্বই পুলিশ। সেই মতো শুরু হয় প্রত্যর্পণের প্রক্রিয়াও। তার মাঝেই এ বার আমেরিকার কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে বসলেন আনমোল।

‘ইন্ডিয়া টুডে’র একটি প্রতিবেদনে দাবি, ভারতে ফেরা আটকাতেই এই পন্থা বেছেছেন আনমোল। সাম্প্রতিক অতীতে এ ভাবেই দেশে ফেরা এড়িয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডা-নিবাসী গ্যাংস্টার গোল্ডি ব্রার। আমেরিকা আনমোলকে রাজনৈতিক আশ্রয় দিলে আপাতত ভারতে ফেরানো যাবে না তাঁকে।

Advertisement

গত মাসে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় নাম জড়ায় বিশ্নোই গ্যাংয়ের। অভিযোগ ওঠে, লরেন্স বিশ্নোইয়ের ভাই আনমোলই সিদ্দিকিকে খুনের নির্দেশ দিয়েছিলেন। বিদেশে বসে হামলার ছক কষেছিলেন তিনিই। সেই থেকেই তদন্তের স্বার্থে আনমোলকে দেশে ফেরাতে চাইছে মুম্বই পুলিশ। চলতি মাসের শুরুতে আমেরিকায় লরেন্সের ভাইয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। যদিও সিদ্দিকি-হত্যার সঙ্গে সেই পরোয়ানার কোনও সম্পর্ক নেই। আমেরিকার অভিযোগ, ২০২৩ সালে জাল পাসপোর্ট ব্যবহার করে সে দেশে ঢুকেছেন আনমোল। নথি জাল করে বেআইনি ভাবে দেশে প্রবেশের জন্যই আনমোলকে গ্রেফতার করা হয়েছে।

আনমোলের দাদা লরেন্স ২০১৫ সাল থেকে গুজরাতের সবরমতী জেলে বন্দি। অনেকের দাবি, তাঁর হয়ে বিশ্নোই গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম আনমোলই পরিচালনা করেন। চলতি বছরের এপ্রিলে বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির সামনে গুলি চলার ঘটনা-সহ মোট ১৮টি মামলায় অভিযোগ রয়েছে আনমোলের বিরুদ্ধে। ২০২২ সালের মে মাসে পঞ্জাবি সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার হত্যাতেও তাঁর যোগ রয়েছে বলে জল্পনা। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম রয়েছে আনমোলের। সম্প্রতি, এনআইএ আনমোলের খোঁজে ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কারও ঘোষণা করেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement