ঘটনাস্থলে পুলিশের গাড়ি। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
বন্দুকবাজ হামলায় আমেরিকায় নিহত ৩। শনিবার সন্ধ্যায় ইলিনয়ের রকফোর্ডে একটি বোলিং অ্যালিতে এই হামলা ঘটে। নিহতদের মধ্যে ২ জন কৈশোরও পেরোয়নি। এ ছাড়াও আরও ৩ জন গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁরা। হামলায় যুক্ত থাকার সন্দেহে একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সপ্তাহান্তের ছুটি উপভোগ করতে শনিবার রকফোর্ডের ওই বোলিং অ্যালিতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা। সেইসময় সন্ধ্যা ৭টা নাগাদ আচমকাই সেখানে গুলি চালাতে শুরু করে এক ব্যক্তি। আচমকা গুলির শব্দে হতচকিত হয়ে পড়েন সকলে। বোলিং অ্যালির ভিতরেই নিরাপদ জায়গা দেখে মাথা বাঁচানোর চেষ্টা করেন কেউ কেউ। অনেকে আবার বাইরেও বেরিয়ে আসতে সফল হোন।
এ নিয়ে খবর পৌঁছতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের একটি দল। সেই সময় অভিযুক্ত বন্দুকবাজ বোলিং অ্যালির ভিতরেই ছিলেন বলে জানা যায়। পুলিশ চিফ ড্যানিয়েল ওশিয়া বলেন, ‘‘সঙ্গে সঙ্গে পুলিশের মধ্যে থেকে কেউ গুলি চালায়নি। একজনকে হেফাজতে নিয়েছি আমরা। প্রাথমিক তদন্তের পর আমাদের অনুমান, সে-ই হামলার জন্য দায়ী।’’
আরও পড়ুন: ‘শাহ সাবধান’! সিবিআই সক্রিয়তা নিয়ে মহুয়ার কবিতায় হইচই
আরও পড়ুন: দেশের থেকে বৃদ্ধিতে এগিয়ে রাজ্য, কেন্দ্রের তথ্য দিয়েই মোদী- শাহকে মিত্র-তোপ
তবে এই হামলার পিছনে সন্ত্রাসযোগের সম্ভাবনা খারিজ করেছে স্থানীয় পুলিশ। তাদের দাবি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।