Share Market

পতন ঝেড়ে সূচক উঠল ৫০০

বাজার বিশেষজ্ঞ আশিস নন্দীর বক্তব্য, দীর্ঘ দিন ধরে বাজার পড়তে থাকায় বহু ভাল শেয়ারের দাম কমেছে। এ দিন লগ্নিকারীরা সেগুলি কিনতে নামায় সূচক ওঠে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৩
Share:

বম্বে স্টক এক্সচেঞ্জ। —ফাইল চিত্র।

গত সপ্তাহে সোমবার থেকে শুক্রবার মোট ৪০৯১.৫৩ পয়েন্ট পড়েছিল সেনসেক্স। নেমে এসেছিল ৭৮ হাজারের ঘরে (৭৮,০৪১.৫৯)। পাঁচ দিনে বাজার থেকে মুছে গিয়েছিল লগ্নিকারীদের ১৮.৪৩ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। অবশেষে সোমবার কিছুটা বাড়ল বাজারের মোট শেয়ার মূল্য। স্বস্তি ফিরল খানিকটা। সেনসেক্স সারা দিনে প্রায় ৮৭৬.৫৩ পয়েন্ট বেড়ে এক সময় পৌঁছেছিল ৭৯ হাজারের কাছে (৭৮,৯১৮.১২)। শেষ পর্যন্ত গত শুক্রবারের তুলনায় ৪৯৮.৫৮ এগিয়ে থিতু হল ৭৮,৫৪০.১৭-এ। নিফ্‌টি ১৬৫.৯৫ উঠে হয়েছে ২৩,৭৫৩.৪৫।

Advertisement

যদিও ডলারের সাপেক্ষে টাকার দাম আরও দুর্বল হয়েছে। গত সপ্তাহের শেষে ভারতীয় মুদ্রা একটু মাথা তুললেও ডলারের দাম ৮৫ টাকার নীচে নামেনি। এ দিন টাকা ফের পড়ল। এক ডলার ৭ পয়সা বেড়ে হল ৮৫.১১ টাকা।

বাজার বিশেষজ্ঞ আশিস নন্দীর বক্তব্য, দীর্ঘ দিন ধরে বাজার পড়তে থাকায় বহু ভাল শেয়ারের দাম কমেছে। এ দিন লগ্নিকারীরা সেগুলি কিনতে নামায় সূচক ওঠে। তবে একে এখনই ঘুরে দাঁড়ানো বলা যাবে না। বরং আশিসের দাবি, ‘‘ঘরে-বাইরে পরিস্থিতি এখনও জটিল। যে সব বিষয় বাজারের লাগাতার পতনের কারণ, সেগুলি অনেকে ক্ষেত্রে ক্রমশ গা-সওয়া হয়ে যাচ্ছে লগ্নিকারীর। যেমন, মন্থর চাহিদা এবং শ্লথ আর্থিক বৃদ্ধি, নজিরবিহীন বাণিজ্য ঘাটতি, আমেরিকায় সুদ কমানোর ধীর গতি, ভূ-রাজনৈতিক সঙ্কট ইত্যাদি। এখন অক্টোবর-ডিসেম্বরে শিল্প সংস্থাগুলির আর্থিক ফল কেমন হয়, সেটা গুরুত্বপূর্ণ। বাজারের গতি ঠিক করতে যা বড় ভূমিকা নেবে।’’

Advertisement

বাজেটে খোলা শেয়ার বাজার

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর: আগামী সংসদে ১ ফেব্রুয়ারি ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সে দিন শনিবার বলে শেয়ার বাজার সাধারণ ভাবে বন্ধ থাকার কথা। সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জ বিএসই এবং এনএসই-র আলাদা আলাদা বিবৃতি জারি করে জানাল, বাজেটের কারণেই ওই দিন খোলা থাকবে শেয়ার বাজার। অন্যান্যকাজের দিনের মতোই সে দিন শেয়ার লেনদেন চলবে সকাল ৯টা ১৫ থেকে দুপুর ৩টে ৩০ পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement