কুমিল্লা ঘটনার বিরুদ্ধে কড়া বার্তা বংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
কুমিল্লার ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের খুঁজে বার করে কড়া শাস্তি দেওয়া হবে বলে জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকালে এক দল দুষ্কৃতী চট্টগ্রাম শহরে জে এম সেন হলের পুজো মণ্ডপের উপরে হামলা করতে আসে। পুলিশ এবং স্থানীয় মানুষ প্রতিরোধ করে। এর পরে আওয়ামি লিগের নেতারা ঘটনাস্থলে আসেন।
‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সমিতি’-র নেতা রানা দাশগুপ্ত শনিবার চট্টগ্রামে হরতালের ডাক দিয়েছেন। সমস্ত পুজো কমিটি শুক্রবার ঘটনার প্রতিবাদে বিসর্জন স্থগিত করে দেয়। বৃহস্পতিবার বাংলাদেশে দুর্গাপুজোর একাধিক মণ্ডপে দুষ্কৃতীদের আক্রমণ এবং মন্দিরে চড়াও হওয়ার ঘটনায় প্রাণ গিয়েছে তিন জনের। জখম অন্তত ৬০।
বাংলাদেশের এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত।