Afghanistan

Crisis in Afghanistan: আফগানিস্তানে মসজিদে শুক্রবারের নমাজের সময় বিস্ফোরণ, মৃত্যু ৬০ জনের, আহত বহু

শরীরে বিস্ফোরক বেঁধে আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। এই হামলায় ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ২১:৪৬
Share:

ছবি: রয়টার্স

শুক্রবারের নমাজ চলাকালীন আফগানিস্তানের কন্দহরের মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ৬০ জনের। ঘটনায় শতাধিক আহত হয়েছেন বলে খবর। শহরের শিয়া মুসলিম প্রভাবিত একটি এলাকায় এই বিস্ফোরণ ঘটে দুপুরে। কয়েকদিন আগেই আফগানিস্তানের উত্তরে কুন্দুজ শহরে একটি শিয়া প্রার্থনা সভার উপর হামলা চালায় ইসলামিক স্টেট। যদিও শুক্রবারের ঘটনার দায় স্বীকার করেনি কোনও সংগঠন।
স্থানীয় সূত্রে খবর,শরীরে বিস্ফোরক বেঁধে আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। এই হামলায় ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনার পর থেকে ক্রমাগত মৃতদেহ এসেছে হাসপাতালে। অনেকের হাসপাতালে চিকিৎসা শুরু হওয়ার আগেই মৃত্যু হয়েছে। ১৫টির বেশি অ্যাম্বুল্যান্স টানা কাজ করার পরেও অনেক আহতকে দীর্ঘ ক্ষণ পড়ে থাকতে হয়েছে ঘটনাস্থলেই। আহত এক জন জানিয়েছেন, ‘‘আমরা প্রার্থনার জন্য চোখ বুজেছিলাম। চোখ খুলেই দেখি চারিদিকে গুলি চলছে, বিস্ফোরণে ঝলসে গিয়েছে মসজিদ।’’

Advertisement

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, তাঁরা মোট তিনটি পৃথক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। তালিবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘‘আমরা বিস্ফোরণের ঘটনায় গভীর ভাবে শোকাহত। আমাদের অনেক সহ-নাগরিকের মৃত্যু হয়েছে এই ঘটনায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement