কিভের ভীত নড়াতে চেচেন সেনা পাঠাচ্ছে রাশিয়া। ফাইল চিত্র ।
মস্কোর হাত শক্ত করতে চলতি যুদ্ধে যোগ দিল চেচেন প্রজাতন্ত্র। ইতিমধ্যেই এক হাজার সেনা ইউক্রেনে ক্রেমলিনের হয়ে সামরিক সঙ্ঘাতে যোগ দিতে গিয়েছেন। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। চেচেন প্রজাতন্ত্র রাশিয়ারই একটি অংশ।
কাদিরভ বৃহস্পতিবার নেটমাধ্যমে বলেন, ‘‘চেচেন প্রজাতন্ত্রের এক হাজার স্বেচ্ছাসেবক ইউক্রেনকে নাজিবাদী এবং সেনাবাদী চিন্তাভাবনা থেকে মুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে।’’ আপটি আলাউদিনভ নামে তাঁর বিশ্বস্ত অনুচর এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বলেও কাদিরভ জানান। এর আগে বহু বার কাদিরভের বাহিনীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
শুক্রবার ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন ২৩ দিনে পা দিল। মস্কোর হামলায় বিপর্যস্ত ইউক্রেনের ১০টি শহর ইতিমধ্যেই দখল করেছে রুশ সেনা। তবুও ইউক্রেনের আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেদের জয় নিয়ে নিশ্চিত বলে দাবি করছেন। সামরিক সঙ্ঘাতে রাশ টানতে দু’পক্ষ আলোচনায় বসলেও সেই আলোচনা ফলপ্রসূ হয়নি।
এরই মধ্যে ইউক্রেন সেনার হাতে আটক ন’জন রুশ সেনাকে কিভ রাশিয়ার হাতে তুলে দিয়েছে। পরিবর্তে মেলিটোপোল শহরের মেয়রকে ফিরিয়ে আনা হয়েছে বলেও ইউক্রেনের স্থানীয় এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন কিভের এক প্রশাসনিক কর্মকর্তা। গত সপ্তাহে রুশ সেনার হাতে বন্দি হন মেলিটোপোল শহরের মেয়র ইভান ফেডোরোভ। তাঁকে ফেরত পেতেই এই ব্যবস্থা নেয় ইউক্রেন।