Tea

ASSAM TEA: সকালের ঘুম ভাঙাবে এক কাপ জেলেনস্কি, অসম সিটিসি চায়ে এ বার ইউক্রেন লিকার

অসমের ওই সংস্থা জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের অসীম সাহস আর বীরত্বকে সম্মান জানাতেই তাদের নতুন চা-ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে জেলেনস্কি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৯:৪৯
Share:

জেলেনস্কির চরিত্রের মতোই কড়া তাঁদের চা, দাবি সংস্থার।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চায়ের কাপে আগেই তুফান তুলেছিল। এ বার মিশে গেল লিকারেও। একটি স্টার্ট-আপ সংস্থা জেলেনস্কি ব্র্যান্ড নামে একটি অসম চা বাজারে এল। অসমের ওই সংস্থা জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অসীম সাহস আর বীরত্বকে সম্মান জানাতেই তাদের নতুন চা-ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে জেলেনস্কি।

Advertisement

সংস্থার প্রধান রণজিৎ বড়ুয়া জানিয়েছেন, জেলেনস্কি নামের ওই চা স্বাদে কড়া। চায়ের স্বাদেও কি মিলবে সেই নায়কোচিত ‘কড়ক’? রণজিৎ বলেন,‘‘যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশের মানুষের পাশে থেকে গিয়েছেন। সাহস জুগিয়েছেন সেনা এবং সাধারণ মানুষকে। তাঁর সেই সাহস ও বীরত্বকে সম্মান জানানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য।’’

রণজিৎ আরও জানান, জেলেনস্কির নায়কোচিত চরিত্রের সঙ্গে তাঁদের চায়ের স্বাদকে মিলিয়ে দিতে চেয়েছেন এই নামকরণের মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement