Mahakumbh 2025 Health facilities

কুম্ভমেলায় ক্যানসার পরীক্ষা! মহিলাদের জন্য মেলাপ্রাঙ্গণে থাকছে ‘পিঙ্ক বাস’

তীর্থে এসে বিনামূল্যে মহিলারা স্তন ক্যানসার পরীক্ষা করাতে পারবেন। ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্যই এমন অভিনব পদক্ষেপ করেছে কেরলের এক ধর্মীয় সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৪:০৬
Share:

কুম্ভমেলায় বিনামূল্যে ক্যানসার চিকিৎসা। ছবি: সংগৃহীত।

কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাই-বোনের খোঁজ না-ও মিলতে পারে! কিন্তু কোনও মহিলার স্তনে ক্যানসার বাসা বেঁধেছে কি না, তা হাতেনাতে ধরে ফেলা যাবে। একেবারে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাও শুরু হয়ে যাবে সেই কেন্দ্র থেকে। ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্যই এমন অভিনব পদক্ষেপ করেছে কেরলের এক ধর্মীয় সংস্থা।

Advertisement

ক্যানসার এমন একটি রোগ, যা চুপিসারে বাসা বাঁধে শরীরে। অনেক মহিলাই এ বিষয়ে কথা বলতে সঙ্কোচ বোধ করেন। তলে তলে মারণরোগ ভয়াবহ রূপ নেয়। যে কোনও রোগের তীব্রতা কিছুটা হলেও কমিয়ে ফেলা যায় দ্রুত রোগ নির্ণয় হলে। ক্যানসারের ক্ষেত্রে তা আরও বেশি প্রযোজ্য। কুম্ভমেলায় আগত মহিলা তীর্থযাত্রীর সংখ্যা কম নয়। তাই সেখানে বিনামূল্যে ‘ম্যামোগ্রাফি’ (স্তনে ক্যানসারের বীজ লুকিয়ে আছে কি না, তা বোঝার বিশেষ পরীক্ষা) করার ব্যবস্থা করেছে কেরলের বিশেষ এক ধর্মীয় সংস্থা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরই মেলাপ্রাঙ্গণে নানা ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। তবে মহিলাদের স্তন ক্যানসার পরীক্ষা করার ব্যবস্থা সম্ভবত এই প্রথম। প্রায় চার কোটি টাকা ব্যয়ে বিশেষ ক্ষমতাসম্পন্ন একটি ‘পিঙ্ক বাস’ থাকবে কুম্ভমেলা প্রাঙ্গণে। ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ২০২২ সাল থেকেই কাজ করছে এই সংগঠন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement