Russia

Russia Ukraine War: প্রত্যাঘাত! খেরসন বিমানবন্দরে তিনটি রুশ হেলিকপ্টার ধ্বংস করল ইউক্রেনের সেনা

এ দিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও ৮০ কোটি ডলারের সামরিক সাহায্য বরাদ্দের কথা ঘোষণা করতে চলেছেন বলে হোয়াইট হাউস সূত্রে খবর। এর ফলে গত এক সপ্তাহে ইউক্রেনকে ১০০ কোটি ডলারের সামরিক অনুদান দিয়ে ফেলতে চলেছে আমেরিকা। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের আলোচনা জারি রয়েছে। বুধবারও দু’পক্ষ আলোচনায় বসবে বলে জানা গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ০৮:৫৫
Share:

টুইটার থেকে নেওয়া।

রাশিয়ার ক্রমাগত আগ্রাসনের মুখে দাঁড়িয়ে আবার পাল্টা আঘাত করল ইউক্রেন। সূত্রের খবর, খেরসন আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ার অন্তত তিনটি সামরিক হেলিকপ্টারকে ধ্বংস করেছে ইউক্রেনের সেনা।

Advertisement

রাশিয়ার আগ্রাসনের ২০ দিন অতিক্রান্ত। এই সময়কালে ইউক্রেনের সবচেয়ে বড় প্রত্যাঘাতের ঘটনা ঘটল খেরসন বিমানবন্দরে। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ইউক্রেনের সেনা রাশিয়ার অন্তত তিনটি সামরিক হেলিকপ্টারে আঘাত হেনেছে। কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে পড়ার ছবিও ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা রুশ সামরিক বাহিনীর গাড়িও ধ্বংস করেছে ইউক্রেনের সেনা।

টুইটার থেকে পাওয়া।

ধ্বংসলীলার ব্যাপ্তি এত ব্যাপক যে তা ধরা পড়েছে নাসার ‘ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (ফার্মস)’-এর ক্যামেরাতেও। সাধারণত বিশ্বের বড় কোনও অগ্নিকাণ্ডের ছবি এতে ধরা থাকে। স্থানীয় সময় দুপুর দেড়টার কিছু পরে ইউক্রেনের সেনা বিমানবন্দরে হামলা চালায় বলে জানা গিয়েছে। তার কিছু ক্ষণ আগে তোলা ম্যাক্সারের উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, বিমানবন্দরের টারম্যাকে সারি সারি সামরিক হেলিকপ্টার দাঁড়িয়ে রয়েছে। রয়েছে বহু সামরিক সাঁজোয়া গাড়ি। ইউক্রেনের সেনার হামলার পর ওই গোটা অংশ থেকেই কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, অন্তত তিনটি সামরিক হেলিকপ্টার ও একাধিক সাঁজোয়া গাড়ি ধ্বংস হয়ে গিয়েছে ইউক্রেনের বাহিনীর হামলায়।

Advertisement

এ দিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও ৮০ কোটি ডলারের সামরিক সাহায্য বরাদ্দের কথা ঘোষণা করতে চলেছেন বলে হোয়াইট হাউস সূত্রে খবর। এর ফলে গত এক সপ্তাহে ইউক্রেনকে ১০০ কোটি ডলারের সামরিক অনুদান দিতে চলেছে আমেরিকা।

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের আলোচনা জারি রয়েছে। বুধবারও নতুন করে দু’পক্ষ আলোচনায় বসবে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement