রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস-এর প্রধান দিমিত্রি রোগোজিন এ প্রসঙ্গে টুইট করে জানান, ‘বৈকানুরে মহাকাশযান উৎক্ষেপণকারী রকেট থেকে বেশ কয়েকটি দেশের পতাকা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওই পতাকা ছাড়াই সুন্দর দেখাচ্ছে আমাদের রকেট।’
ছবি: সৌজন্য টুইটার।
রকেটের গায়ে আঁকা ব্রিটেন, আমেরিকা এবং জাপানের পতাকা মুছে ফেলল রাশিয়া। তবে শুধু বাদ রাখল ভারতের পতাকা। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মহাকাশে পাঠানোর জন্য তৈরি রকেটের গায়ে আঁকা রয়েছে আমেরিকা, ব্রিটেন, ভারত, জাপান এবং রাশিয়ার পতাকা। কিন্তু সেই পতাকা এক এক করে মুছে দেওয়া হচ্ছে।
রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস-এর প্রধান দিমিত্রি রোগোজিন এ প্রসঙ্গে টুইট করে জানান, ‘বৈকানুরে মহাকাশযান উৎক্ষেপণকারী রকেট থেকে বেশ কয়েকটি দেশের পতাকা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওই পতাকা ছাড়াই সুন্দর দেখাচ্ছে আমাদের রকেট।’
বেছে বেছে তিনটি দেশের পতাকাই কেন রকেট থেকে মুছে দিল রাশিয়া তা কিন্তু দিনের আলোর মতোই স্পষ্ট বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তার অন্যতম প্রধান কারণ হল ইউক্রেনের উপর রাশিয়ার হামলার বিরোধিতা এবং এই ঘটনার জেরে রাশিয়ার উপর চাপানো নানা নিষেধাজ্ঞা।
আমেরিকা এবং ব্রিটেন শুরু থেকেই রাশিয়ার সামরিক অভিযানের বিরোধিতা করে আসছে। এমনকি দুই দেশই রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছে। তা ছাড়া রাশিয়াকে আন্তর্জাতিক মহলে কোণঠাসা করতে আমেরিকা, ব্রিটেন এবং জাপান, ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক দিক থেকে চরম পদক্ষেপ করেছে। রাশিয়াকে আর্থিক দিক থেকে পঙ্গু করে দেওয়ারও চেষ্টা চলছে। তাই মনে করা হচ্ছে, তিন দেশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে রকেট থেকে তাদের পতাকা মুছে ফেলে বার্তা দিল রাশিয়া।