— ছবি সংগৃহীত
গোটা ইউক্রেনই দখল করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সঙ্গে ফোনে কথা বলার সময় তেমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। পুতিনের সঙ্গে মাকরেঁর দীর্ঘ ৯০ মিনিট ফোনালাপের পর সংবাদমাধ্যমে এমনটাই জানালেন ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক নেতা। তিনি এ-ও বলেন, ‘‘এখনও তো খারাপ কিছুই ঘটেনি। আরও ভয়ঙ্কর দিন আসতে চলেছে।’’ ভবিষ্যত নিয়ে মাকরঁ যে বেশ উদ্বিগ্ন, তা কোনও রাখঢাক না রেখেই স্বীকার করেছেন তিনি।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সঙ্কটের বর্তমান নিয়েই দুই রাষ্ট্রনায়কের মধ্যে কথা হয়েছে বৃহস্পতিবার। ওই কথোপকথন নিয়ে বলতে গিয়েই নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, ‘‘পুতিন যে খুব শিগগির সেনা অভিযান থামাবেন না, তা তাঁর কথাতেই বোঝা গিয়েছে। নাৎসিমুক্ত করার নামে গোটা ইউক্রেনকেই দখল করতে চান উনি।’’
ইউক্রেনের সাধারণ নাগরিকদের যাতে কোনও ক্ষতি না হয়, তাঁদের উপর যাতে হামলা না-হয়, পুতিনের কাছে তার আবেদনও করেন তিনি। এ বিষয়ে ওই নেতা বলেন, ‘‘প্রেসিডেন্ট মাকরেঁর কথায় উনি সহমত পোষণ করেছেন ঠিকই, কিন্তু কোনও প্রতিশ্রুতি দেননি।’’