Russia

Russia-Ukraine Conflict: সেনা ফেরান ইউক্রেন থেকে! পুতিনের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে প্রস্তাবে ভোটাভুটিতে নেই ভারত

নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি জানিয়েছিলেন, সঙ্ঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যা সমাধানের পক্ষপাতী নয়াদিল্লি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ১৮:৩১
Share:

ভ্লাদিমির পুতিন। ফাইল চিত্র।

নিরাপত্তা পরিষদের বৈঠকের পরে এ বার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা। ফের রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা করে আনা প্রস্তাব ঘিরে ভোটাভুটিতে অংশ নিল না ভারত। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদক্ষেপের বিরুদ্ধে আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির আনা নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪১টি। বিপক্ষে মাত্র ৫টি। ভারত-সহ মোট ৩৫টি দেশ ভোটাভুটিতে অংশ নেয়নি।

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত বৃহস্পতিবারের প্রস্তাবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা অবিলম্বে ইউক্রেন থেকে সেনা ফেরাতে বলেছে রাশিয়াকে। প্রসঙ্গত, এর আগে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনে হামলা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব ঘিরে ভোটাভুটি এগিয়ে গিয়েছিল অস্থায়ী সদস্য ভারত। ওই বৈঠকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ভেটো প্রয়োগ করায় প্রস্তাবটি বিধি মেনে গৃহীত হয়নি।

Advertisement

নিরাপত্তা পরিষদের বৈঠকে গত সপ্তাহে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছিলেন, সঙ্ঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যা সমাধানের পক্ষপাতী নয়াদিল্লি। এ প্রসঙ্গে ২০১৪-১৫ সালের মিনস্ক চুক্তির কথা উল্লেখ করেন তিরুমূর্তি। ২০১৪ সালের ক্রাইমিয়া যুদ্ধ পরবর্তী সেই রুশ-ইউক্রেন চুক্তি এখনও কার্যকর হয়নি। পাশাপাশি, ভারতের প্রতিনিধি জানিয়েছিলেন, শান্তি ফেরাতে রাশিয়া, ইউক্রেন এবং ইউরোপের ওএসসিই (অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ)-ভুক্ত দেশগুলিকে নিয়ে গঠিত গোষ্ঠীর আলোচনা হলে স্বাগত জানাবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement