Robot Vacuum Cleaner

শৌচালয়ে মহিলার গোপন ছবি তুলল রোবট ভ্যাকুয়াম ক্লিনার! ফাঁস হয়ে গেল ফেসবুকে

শৌচালয়ে মহিলার গোপন ছবি তুলল রোবট ভ্যাকুয়াম ক্লিনার। অভিযোগ সেই ছবি ফেসবুকে ফাঁস হয়ে গিয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সংস্থা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ১৪:২৯
Share:

রোবট ভ্যাকুয়াম ক্লিনারে তোলা মহিলার ছবি কী ভাবে ফেসবুকে ফাঁস হল, তদন্ত শুরু হয়েছে। প্রতীকী ছবি।

রোজকারের ব্যস্ত জীবনে ফুরসত পেতে কি রোবটের উপর নির্ভরশীল হওয়ার কথা ভাবছেন? সাত-পাঁচ ভেবে তবেই সিদ্ধান্ত নিন। প্রযুক্তির সুবিধা ভোগ করতে গিয়ে যেন বিড়ম্বনায় পড়তে না হয়! ঠিক যেমনটা ঘটেছে এক মহিলার সঙ্গে। শৌচাগারে কমোডে বসেছিলেন ওই মহিলা। সেই ছবি তুলেছে রোবট ভ্যাকুয়াম ক্লিনার। এতেই শেষ নয়, সেই ছবি ফাঁস হয়ে গিয়েছে ফেসবুকে।

Advertisement

হ্যাঁ, এমন কাণ্ডই ঘটেছে বলে দাবি করেছে আমেরিকার পত্রিকা ‘ফরচুন’-এর একটি প্রতিবেদন। ২০২০ সালে ছবিটি ফাঁস হয়েছিল। সম্প্রতি এই ঘটনার কথা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। যে রোবট ভ্যাকুয়াম ক্লিনার থেকে ছবিটি তোলা হয়েছে সেটি ‘আইরোবট’ সংস্থার রুম্বা জে৭ সিরিজের ভ্যাকুয়াম ক্লিনার।

ছবিগুলি পাঠানো হয়েছিল ‘স্কেল এআই’ নামে একটি স্টার্ট আপের কাছে। বিশ্বের বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে ওই সংস্থার। ‘স্কেল এআই’-এর সঙ্গে চুক্তি হয়েছিল আইরোবট সংস্থার। ভ্যাকুয়াম ক্লিনারের এই মডেলটি কেমন কাজ করছে, তা যাচাই করার জন্য পরীক্ষামূলক ভাবে ব্যবহার করেছিল আইরোবট। এ জন্য নিজেদের কর্মীদেরকেই নিযুক্ত করেছিল ওই সংস্থা।

Advertisement

ছবি ফাঁসের পর ওই সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করেছে আইরোবট। কী ভাবে ওই মহিলার ছবি ফাঁস হল ফেসবুকে, তা খতিয়ে দেখছে তদন্ত শুরু করা হয়েছে। আইরোবটের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাহকদের সুরক্ষা ও গোপনীয়তাকে গুরুত্ব সহকারে দেখে তারা। তবে কোথায় এই ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement