দুবাইয়ের বিখ্যাত ‘মিউজ়িয়াম অব ফিউচার’-এর কর্মী হিসেবে সদ্য ‘কর্মজীবন’ শুরু করেছে আমেকা নামে এই রোবট-কন্যা! ছবি সংগৃহীত
একাধিক ভাষায় অনর্গল কথা বলে তাক লাগাতে পারে সে! দিক বলে দেওয়ার কাজকর্মেও বিশেষ পারদর্শী। না, কোনও মানুষের কথা হচ্ছে না, এ এক রোবট! যদিও আকার, আয়তন, কাজকর্ম, এমনকি, রসবোধেও মানুষের সঙ্গে তার খুব বেশি পার্থক্য নেই। দুবাইয়ের বিখ্যাত ‘মিউজ়িয়াম অব ফিউচার’-এর কর্মী হিসেবে সদ্য ‘কর্মজীবন’ শুরু করেছে আমেকা নামে এই রোবট-কন্যা!
বিশ্বের সবচেয়ে উন্নত রোবট হওয়ার শিরোপা ছিনিয়ে নিলেও আমেকা এখনও হাঁটতে-চলতে পারে না। মিউজ়িয়াম অব ফিউচার আয়োজিত প্রদর্শনী, ‘টুডে টুমরো’-তে পর্যটকদের সঙ্গে কথা বলতে এবং তাঁদের সাহায্য করতে দেখা যাবে আমেকাকে। কর্তৃপক্ষ জানিয়েছেন, পর্যটকদের স্বাগত জানানোর থেকে শুরু করে তাঁদের দিক নির্দেশ করে দেওয়া, এমনকী তাঁদের নানান প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্বও রয়েছে আমেকার উপরে। এই প্রসঙ্গে আমেকার প্রস্তুতকারী সংস্থা ‘ইঞ্জিনিয়ারড আর্টস’ বলেছে, ‘‘আমাদের দৃঢ় বিশ্বাস, আমেকার সঙ্গে দেখা হলে মুখে হাসি নিয়েই ফিরবে সকলে। কারণ ওর দারুণ রসবোধ!’’
মিউজ়িয়ামের প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, আয়া নামে মিউজ়িয়ামের এক কর্মী আমেকাকে। জিজ্ঞেস করছেন, ‘‘তুমি এখানকার নতুন কর্মী নাকি?’’ জবাবে আমেকা বলছে, ‘‘ঠিক ধরেছ। আজই আমার প্রথম দিন। আমার নাম আমেকা... আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তবে ভয়ে পেয়ো না, আমি তোমার কাজ কেড়ে নিতে আসিনি।’’