Makeup Brush

মেকআপ করার সময় ব্রাশ, স্পঞ্জ ব্যবহার করেন? তা থেকে ত্বকের কোনও ক্ষতি হতে পারে?

নিখুঁত মেকআপের জন্য কায়দাকানুন জানার পাশাপাশি উপযুক্ত প্রসাধনী এবং তা ব্যবহারের ব্রাশ, ব্লেন্ডারও জরুরি। কিন্তু তা থেকেও ত্বকের ক্ষতি হতে পারে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৪
Share:

মেকআপের ব্রাশ থেকেও ত্বকের ক্ষতি হতে পারে কি? ছবি:ফ্রিপিক।

নিখুঁত মেকআপ করতে যেমন কায়দাকানুন জানা জরুরি, তেমনই জরুরি রূপটানের জন্য সঠিক প্রসাধনী এবং তা ব্যবহারের জন্য উপযুক্ত ‘অ্যাপ্লিকেটর’। সেই তালিকায় ফাউন্ডেশন ব্রাশ, স্পঞ্জ, আইলাইনার ব্রাশ-সহ একাধিক জিনিস ব্যবহৃত হয়।

Advertisement

মেকআপ ত্বকের উপযোগী না হলে, তা থেকে ক্ষতির সম্ভাবনা থাকে। কিন্তু মেকআপ অ্যাপ্লিকেটর বা ব্রাশ থেকেও ত্বকের ক্ষতি হতে পারে কি?

অপরিচ্ছন্নতা: দিনের পর দিন ফাউন্ডেশন ব্লেন্ড করছেন স্পঞ্জ বা ব্লেন্ডারের সাহায্যে, আইশ্যাডো, ব্লাশ ব্যবহার করছেন, কিন্তু সেই ব্রাশ বা তুলিগুলি পরিষ্কার করছেন কী? মেকআপ ব্যবহারের সময় ব্রাশেও লাগছে তেল, মুখে থাকা ময়লা, মৃত কোষ। দিনের পর দিন অপরিচ্ছন্ন ব্রাশ, স্পঞ্জ হয়ে উঠতে পারে ব্যাক্টিরিয়ার আঁতুরঘর। আর তা দিয়ে ফের মেকআপ করলে ত্বকে ব্রণ, র‌্যাশের সম্ভবনা একেবারেই উড়িয় দেওয়া যায় না। রূপটান শিল্পীরা বলছেন, নির্দিষ্ট সময় অন্তর ব্রাশ, স্পঞ্জ, ব্লেন্ডারগুলি পরিষ্কার না করলে তা থাকে ত্বকে সংক্রমণ হতে পারে।

Advertisement

গুণমান: ত্বকের সমস্যা হতে পারে উপযুক্ত ব্রাশ ব্যবহার না করলেও। প্রসাধনী যেমন বিভিন্ন মানের হয়, ব্রাশ, ব্লেন্ডারও তাই। নিখুঁত মেকআপের জন্য ভাল মানের প্রসাধনী যেমন জরুরি তেমন অ্যাপ্লিকেটরও।

পরিষ্কারের নিয়মকানুন

ব্রাশ, স্পঞ্জ, ব্লেন্ডার মৃদু সাবানজলে ডুবিয়ে রাখুন। তাতে ময়লা বেরিয়ে যাবে। তার পর আঙুলের সাহায্যে ব্রাশের মাথা রগড়ে নিন। বেশি জোরে চাপ দেওয়া যাবে না। তারপর পরিষ্কার জল দিয়ে বার কয়েক ধুয়ে পাখার হাওয়ায় বা রোদে শুকিয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement