Sunny Deol

সানিকে পাত্তা দেননি বড় অভিনেত্রীরা! ছেলের প্রেম জীবন নিয়ে কী বলে বসলেন ধর্মেন্দ্র?

বছর কয়েক আগে লন্ডনে হাতে হাত রেখে বসে থাকতে দেখা গিয়েছিল ডিম্পল কাপাডিয়া ও সানি দেওলকে। সেই দৃশ্য নেটমাধ্যমে ভাইরাল হয়। এ বার ছেলের প্রেম জীবন নিয়ে কী বললেন ধর্মেন্দ্র?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৭:৫২
Share:

ছেলে সানির প্রেম জীবন নিয়ে কী বললেন ধর্মেন্দ্র? ছবি: সংগৃহীত।

সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়ার প্রেমের কিসসা কারও অজানা নয়। শোনা যায়, সানির সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই রাজেশ খন্না এবং ডিম্পলের দাম্পত্যে চিড় ধরে। ১৯৮৪ সালে ‘মঞ্জিল মঞ্জিল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ডিম্পল এবং সানি। এর পর ‘অর্জুন’, ‘আগ কা গোলা’, ‘নরসিমহা’-র মতো একাধিক সফল ছবিতে অভিনয় করেছিলেন তাঁরা। তবে সানি এবং ডিম্পলের প্রেমের গুঞ্জন অভিনেতার স্ত্রী পূজার কানে পৌঁছলে, বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। পারিবারিক টানাপড়েনের জেরে শেষ পর্যন্ত পরিণতি পায়নি তাঁদের প্রেম।

Advertisement

কিন্তু দীর্ঘ দিন পর, ২০১৭ সালে ফের একসঙ্গে দেখা যায় জুটিকে। দেশে নয়, লন্ডনে পরস্পরের হাত ধরে বসে থাকতে দেখা যায় ডিম্পল-সানিকে। সেই দৃশ্য নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই আরও এক বার উঠে আসে অতীতের গল্প। এ বার ছেলেকে তাঁর প্রেম জীবন ছাড়পত্র দিলেন বাবা ধর্মেন্দ্র।

‘গদর ২’ ছবির পরিচালক অনিল শর্মার সঙ্গে এক আলাপচারিতায় ধর্মেন্দ্র বলেন, ‘‘আমার দুই ছেলে বড্ড সরল সাদাসিধা। কখনও কোনও অভিনেত্রীর সঙ্গে ওদের নাম জড়ায়নি। আসলে কখনও কোনও বড় অভিনেত্রী পাত্তাই দেয়নি ওদের। তবে আমার সময়টা অন্য রকম ছিল। সব বড় অভিনেত্রী আমার পিছনে ছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement