Pakistan

কান্নায় গলে টাকা ফেরাল চোর

পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখে দু’জনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০২০ ০৩:৪৩
Share:

টাকা ফিরিয়ে দিয়ে তরুণের পিঠ চাপড়ে দিচ্ছে চোরেরা।—ছবি সংগৃহীত।

‘চোর বলে কি মন নেই?’ পাকিস্তানে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখার পরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে প্রশ্নটা।

Advertisement

করাচির রাস্তায় একটি খাবার সরবরাহকারী সংস্থার এক কর্মীর থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়েও তা ফিরিয়ে দিল চোরেরা! ঘটনাটি যে সত্যি তা জানিয়েছে করাচি পুলিশ।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি বাড়িতে খাবার দিয়ে নিজের বাইকের সামনে দাঁড়িয়েছিলেন ওই তরুণ। এমন সময় তাঁর গা ঘেঁষে আর একটি বাইক এসে দাঁড়ায়। দুই আরোহীর পিছনের জন নেমে এসে কেড়ে নেয় টাকা ও সঙ্গে থাকা কিছু জিনিস। সামনের জন নজর রাখছিল চারপাশে। কষ্টার্জিত টাকা এ ভাবে লুট হয়ে যেতে দেখে কাঁদতে শুরু করেন ওই তরুণ। এর পরেই মন বদলায় চোরেরা। তারা টাকা ফিরিয়ে দিয়ে তরুণের পিঠ চাপড়ে দেয়। তাকে জড়িয়ে ধরে আদরও করে। যাওয়ার আগে দু’জনেই হাত মেলায় তরুণের সঙ্গে। পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখে দু’জনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

Advertisement

আর সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন, ‘‘রোজ যখন পুলিশ-প্রশাসনের একাংশের বিরুদ্ধে ঘুষ নেওয়া ও দুর্নীতির অভিযোগ ওঠে, তখন এই ধরনের ঘটনা মনে করিয়ে দেয়, মনুষ্যত্ব এখনও লোপ পায়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement