—প্রতীকী চিত্র।
উড়ানের মধ্যে পেয়ালায় প্রস্রাব করার অভিযোগে এক যাত্রীর বিরুদ্ধে মামলা হল নিউজ়িল্যান্ডে। অভিযুক্তের বয়স ৫৩ বছর। সহযাত্রীদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই প্রৌঢ়ের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন বিমান কর্তৃপক্ষ।
ঘটনাটি গত ৩০ ডিসেম্বরের। অকল্যান্ড থেকে সিডনি বিমানবন্দর যাওয়ার পথে ওই উড়ানের এক যাত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন সহযাত্রীরা। তাঁদের অভিযোগ, এক বার নয়, একাধিক বার জানলার পাশের আসনে বসে একটি পেয়ালায় প্রস্রাব করেন ওই যাত্রী। এক মহিলা যাত্রী তাঁর ১৫ বছরের মেয়েকে নিয়ে ওই বিমানে যাচ্ছিলেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘আমরা প্রথমে বিস্মিত হয়ে গিয়েছিলাম। সহযাত্রীর কাণ্ড দেখে মেয়েকে নিয়ে বিড়ম্বনার মধ্যে পড়ে গিয়েছিলাম। বিমানটি তখন অবতরণ করবে। উনি বার তিনেক পোশাক খুলে ফেলেন সবার সামনেই! তার পর ওই কাজটি করলেন।’’
এখানেই শেষ হয়নি। যাত্রীদের অন্য আসনে সরিয়ে দেওয়ার পরেও আবার একই কাজ করেন ওই যাত্রী। সহযাত্রীদের অভিযোগ, মত্ত অবস্থায় ছিলেন অভিযুক্ত। তাই ‘রেস্ট রুম’-এ ঢুকেও আবার একই কাণ্ড ঘটান তিনি। অভিযোগের ভিত্তিতে ওই যাত্রীর কাছে যান বিমানকর্মীরা। হাতেনাতে ওই যাত্রীর ‘দুষ্কর্মের’ প্রমাণ মেলে। এর মধ্যে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ বিষয়টি নিয়ে পদক্ষেপ করে। মামলা ওঠে সিডনি আদালতে। সম্প্রতি ওই মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৬০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে আদালত। আদালতে নিউজ়িল্যান্ডের বিমান সংস্থা জানিয়েছে, প্রতি মাসে এমন পাঁচ থেকে ১০ জন যাত্রীর বিমানে ওঠা নিষিদ্ধ করে তারা। অভিযুক্তদের প্রত্যেকেই মত্ত অবস্থায় নানা ঘটনা ঘটান। যা সহযাত্রীদের পক্ষে অসহনীয় হয়ে ওঠে।