Asif Ali Zardari

জ়ারদারির মেয়ে কি ফার্স্ট লেডি

৩১ বছর বয়সি আসিফা ভুট্টো জ়ারদারির ছোট মেয়ে। রবিবার জ়ারদারি প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার সময়ে ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে ছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৪ ০৮:০৭
Share:

আসিফ আলি জ়ারদারি। —ফাইল চিত্র।

নিজের মেয়েকে ‘ফার্স্ট লেডি’র মর্যাদা দিতে চান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি। তাঁর স্ত্রী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজ়ির ভুট্টো, ২০০৭ সালে নিহত হয়েছিলেন। ২০০৮ থেকে ২০১৩ জ়ারদারি প্রথম দফায় প্রেসিডেন্ট পদে থাকার সময়ে পাকিস্তানের ফার্স্ট লেডির পদটিই শূন্যই ছিল।

Advertisement

৩১ বছর বয়সি আসিফা ভুট্টো জ়ারদারির ছোট মেয়ে। রবিবার জ়ারদারি প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার সময়ে ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে ছিলেন তিনি। দুর্নীতির দায়ে অভিযুক্ত জ়ারদারির বিভিন্ন মামলার শুনানির সময়ে লাগাতার আদালতে থাকতেন আসিফা। তা ছাড়া, বাবাকে জেল থেকে মুক্ত করতেও তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement