Vladimir Putin

Afghanistan: বাইরে থেকে নিজেদের মতামত চাপিয়ে দেবেন না, আফগানিস্তান নিয়ে মন্তব্য পুতিনের

শুক্রবার মস্কোয় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন পুতিন। সব রাষ্ট্রকে সতর্ক করলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২১ ২১:৪৪
Share:

ভ্লাদিমির পুতিন সব রাষ্ট্রকে সতর্ক করে দিলেন। —ফাইল চিত্র

আফগানিস্তানে তালিবান কর্তৃত্বে আগেই সমর্থন জানিয়েছে রাশিয়া। এ বার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব রাষ্ট্রকে সতর্ক করে দিলেন। তাঁর বক্তব্য, ‘‘তালিবান আফগানিস্তান মোটামুটি দখল করেই নিয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় অন্য দেশগুলির।’’

শুক্রবার মস্কোয় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন পুতিন। সেখানে আফগানিস্তান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘তালিবান আফগানিস্তান দখল করেছে। এটাই বাস্তব। সেই অনুযায়ীই এগোতে হবে আমাদের। যেন তেন প্রকারে আফগানিস্তানের পতন রুখতেই হবে।’’

Advertisement

তালিবানের পুনরুত্থান নিয়ে বিশ্বের তাবড় ক্ষমতাশালী দেশের নীরবতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে রাশিয়া যে ভাবে তালিবান কর্তৃত্বকে এক প্রকার মেনেই নিয়েছে, মস্কোয় যে ভাবে তালিবান নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে তারা, তা নিয়েও সমালোচনা শুরু হয়েছে। কিন্তু পুতিনের কথায়, ‘‘বাইরে থেকে জোরজবরদস্তি অন্যের রাজনীতি এবং আচরণ সংক্রান্ত নীতি চাপিয়ে দেওয়া যায় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement