জন্মদিন উদ্যাপনে বরখা সেনগুপ্ত। ছবি: ফেসবুক।
তিনি ৪৫-এর কোঠায়, বোঝার উপায় নেই! কালো আঁটোসাঁটো, খাটো পোশাক যেন তাঁর জন্যই তৈরি! সেই পোশাকে সেজে, খোলা চুলে পটায়ার রাস্তায় পা রাখতেই শীত উধাও। জন্মদিনে এ ভাবেই উদ্যাপন মাতলেন বরখা বিস্ত। যাঁর পদবিতে এখনও ‘সেনগুপ্ত’-এর উপস্থিতি। এক পাশে মেয়ে মীরা, অন্য পাশে চর্চিত প্রেমিক আশিস শর্মা। সমস্ত ছবি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
২০২৪-এর জন্মদিন সম্ভবত কোনও দিন ভুলবেন না বরখা। ১৪ বছর পরে তিনি আবারও দেবের নায়িকা, ‘খাদান’ ছবিতে। নায়কের সঙ্গে একই মাসে জন্মদিন তাঁরও। কেবল তিন দিনের ব্যবধান। অনেকেই আশা করেছিলেন, এ বারের জন্মদিন হয়তো কলকাতায় কাটাতেও পারেন অভিনেত্রী। তিনি অবশ্য সেই পথে হাঁটেননি। বদলে বেছে নিয়েছেন থাইল্যান্ড। পটায়ার রাস্তায় মধ্যরাতে নানা বয়সী নারী-পুরুষ। তাঁদের ভিড়েও আলাদা করে নজর কেড়েছেন বরখা। উদ্যাপনের দোসর মেয়ে, বোন এবং তাঁর পরিবার, চর্চিত প্রেমিক। সারা ক্ষণ তিনি আগলে রেখেছেন অভিনেত্রী বান্ধবীকে।
বরখার জন্মদিনে তাঁরই কাছের অভিনেত্রী পায়েল ঘোষ অবশ্য বোমা ফাটিয়েছেন। তিনি তাঁর আর বরখার একগুচ্ছ পুরনো ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। ফেলে আসা কিছু মধুর স্মৃতি রোমন্থন করেছেন। আফসোস করেছেন, এই যাত্রায় তিনি বান্ধবীর সঙ্গে নেই। তার পরেই আশ্বাস, মানসিক দিক থেকে ছিলেন, আছেন, থাকবেন। শেষে ঈশ্বরের কাছে প্রার্থনা, “তোমার সমস্ত সমস্যা শীঘ্রই দূর হোক”।
নায়িকা সেনগুপ্ত-ই থাকবেন? নাকি শর্মা! অথবা আবার জুড়ে নেবেন বিস্ত পদবি? সায়নীর মন্তব্য কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে।