ফের খুলছে প্যারিসের নোত্র দাম গির্জা। ভিড় করেছেন পর্যটকেরা। শনিবার। ছবি: রয়টার্স।
সংস্কারের পরে গত সপ্তাহে সামনে এসেছিল গির্জার ছবি। রবিবার খুলতে চলেছে সেই নোত্র দাম ক্যাথিড্রাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের যুবরাজ উইলিয়াম প্রমুখ। পাঁচ বছর আগে আগুনে বিপর্যস্ত হয়েছিল প্যারিসের এই গির্জা। মনে করা হয়েছিল, এক দশকের বেশি সময় লাগবে মেরামতি করতে। কিন্তু কাজ অনেকটা আগেই শেষ হয়েছে। আগামী সোমবার সেটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
২০১৯ সালের ১৫ এপ্রিল আগুনে পুরো ধ্বংস হয়ে গিয়েছিল ৮৬০ বছরের পুরনো গির্জাটির ছাদ এবং চুড়ো। ক্ষতি হয়েছিল ভিতরেও। প্রায় ৭০ কোটি ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৩ হাজার কোটি টাকা) খরচ করে সেটি সংস্কার করা হয়েছে। পুরোটাই হয়েছে অনুদানের অর্থে। অনেকটাই ফ্রান্সের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের থেকে এসেছে। প্রায় দু’হাজার কর্মী কাজ করেছেন। ব্যবহৃত হয়েছে হাজার দুয়েক ওক গাছ।
সংস্কার হওয়া গির্জার উদ্বোধন উপলক্ষে আজ থেকে উৎসব শুরু হয়ে গিয়েছে। ট্রাম্প ও উইলিয়াম ছাড়া রবিবারের অনুষ্ঠানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিনিধি হিসেবে থাকার কথা তাঁর স্ত্রী জিল বাইডেনের। থাকছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি এবং অবশ্যই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ।