Kim Jong

পরিদর্শনে কিম, ইতি জল্পনায়

বৃহস্পতিবার কিমের খেতখামার পরিদর্শনের সেই ছবি নিয়ে অবশ্য অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়ায় যে ভাবে সমস্ত বিষয়ে গোপনীয়তা বজায় রাখা হয়, সেই দুর্ভেদ্য বলয় ভেঙে কিমের ছবির সত্যতা যাচাই করা কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

সোল শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২০ ০৫:১৮
Share:

টাইফুন-বিধ্বস্ত এলাকা পরিদর্শনরত কিম জং উন-এর এই ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ।

গত কয়েক মাস ধরেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এক প্রাক্তন কূটনীতিক দাবি করেছিলেন, কোমায় রয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। তাঁর হয়ে যাবতীয় দায়িত্ব এখন সামলাচ্ছেন কিমের বোন কিম ইয়ো জং। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে দক্ষিণ হোয়াংহেই প্রদেশের টাইফুন-বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনরত কিমের ছবি প্রকাশ করেছে দেশের সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ।

Advertisement

বৃহস্পতিবার কিমের খেতখামার পরিদর্শনের সেই ছবি নিয়ে অবশ্য অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়ায় যে ভাবে সমস্ত বিষয়ে গোপনীয়তা বজায় রাখা হয়, সেই দুর্ভেদ্য বলয় ভেঙে কিমের ছবির সত্যতা যাচাই করা কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে।

কেসিএনএ-র দাবি, কিম জানিয়েছেন, টাইফুন বাভির জেরে দেশে ক্ষতির পরিমাণ সামান্যই। রাজধানী পিয়ংইয়্যাংয়ের দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ হোয়াংহেই প্রদেশে সফরের পরেই কিম শস্যহানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সতর্কতা জারি করেছিলেন। রাজধানীর কাছাকাছি টাইফুন আছড়ে পড়ার পরে প্রবল বৃষ্টি এবং ঝড়ে গাছ উপড়ে গেলেও এড়ানো গিয়েছে বড়সড় ক্ষতি, দাবি কেসিএনএ-র।

Advertisement

আরও পড়ুন: বিশেই আসছে প্রতিষেধক: ট্রাম্প

এ দিন কিমের বিবৃতি উদ্ধৃত করে কেসিএনএ জানিয়েছে, টাইফুনের তাণ্ডবে যে পরিমাণ ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে ক্ষতির পরিমাণ তার তুলনায় খুবই কম। তবে ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিম। চলতি মাসের শুরুতে প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছিল দেশের একাংশ। সেই সময়ে প্রচুর ফসল নষ্ট হয়েছিল। টাইফুনে ক্ষয়ক্ষতি কমাতে আগাম ব্যবস্থা নেওয়ায় দলীয় আধিকারিকদেরও প্রশংসা করেছেন কিম। সরকারি সংবাদ সংস্থা অবশ্য ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement