মাকরেঁর সঙ্গে মোদীর সাক্ষাত। ছবি টুইটার থেকে।
তাঁর মুখে মাস্ক কোথায়?
প্রথমে পোপের সঙ্গে ছবি। তার পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাকরেঁর সঙ্গে নিবিড় আলিঙ্গনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে আলিঙ্গনের সময় মাকরেঁর মুখ ঢাকা ছিল সাদা রঙের মাস্কে। বাইডেনও মাস্ক পরেই এসেছিলেন অনুষ্ঠানে। তবে মোদীর সঙ্গে আলিঙ্গনের সময় বাইডেনের কালো রঙের মাস্ক নেমেছিল থুতনিতে। কিন্তু সে সময় মোদীর মুখে দেখা মেলেনি মাস্কের। আলিঙ্গনের আগে মোদী মাস্ক খুলে রেখেছিলেন কি না তা জানা যায়নি। তবে সে সময় তাঁর হাতেও দেখা যায়নি মাস্ক।
জি-২০ সম্মেলনে যোগ দিতে ইটালির রোমে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সম্মেলনের মঞ্চেই মোদীর সঙ্গে দেখা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রনেতার। শনিবারই ভ্যাটিক্যানে গিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন মোদী। সেই ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ারও করেছেন। কিন্তু তখনও মোদীর মুখে ছিল না মাস্ক। পোপের মুখেও দেখা মেলেনি মাস্কের।
রাষ্ট্রনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন মোদী। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকের সময় তাঁদের মুখে মাস্ক থাকলেও মাস্ক পরেননি মোদী। রাষ্ট্রনেতাদের আচরণ অনেক ক্ষেত্রেই অনুকরণ এবং অনুসরণ করেন সাধারণ মানুষ। কিন্তু বিদেশে মোদী মাস্ক পরায় যে অনীহা দেখালেন, তা নিসন্দেহে আলোলোচনার বিষয়।