Pope Francis

Pope Francis: ভ্যাটিকানে গিয়ে পোপের সঙ্গে সাক্ষাৎ মোদীর, জানালেন ভারত সফরের আমন্ত্রণও

২০১৩ সালে পোপের পদে আসীন হওয়ার পরে ফ্রান্সিস এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন।

Advertisement

সংবাদ সংস্থা

রোম শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৬:৩৪
Share:

প্রধানমন্ত্রী মোদী এবং পোপ ফ্রান্সিস। ছবি: টুইটার থেকে নেওয়া।

ইটালি সফরের দ্বিতীয় দিনে ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপ দ্বিতীয় ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জি-২০ শীর্ষ সম্মেলনের আগে তিনি ভ্যাটিকানে গিয়ে পোপকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

ভ্যাটিকান প্রধানকে আলিঙ্গনের ছবি পোস্ট করে টুইটারে মোদী লেখেন, ‘পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতে ছিল উষ্ণতার ছোঁয়া। তাঁর সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনার সুযোগ পেয়েছি। তাঁকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছি।’ সাক্ষাতের পরে রোমে গিয়ে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেন মোদী।

Advertisement

প্রসঙ্গত, ২০১৩ সালে পোপের পদে আসীন ফ্রান্সিস এই প্রথম কোনও ভারতের কোনও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। মোদী-সহ ভারতের মোট পাঁচ জন প্রধানমন্ত্রী এ পর্যন্ত খিস্ট্রান রোমান ক্যাথলিক গোষ্ঠীর শীর্ষ ধর্মগুরু পোপের সঙ্গে দেখা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement