Nepal Plane Crash

নেপালে বিমান দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার দু’জনের অবস্থা সঙ্কটজনক, ভর্তি হাসপাতালে

নেপালে বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানটিতে চার ক্রু সদস্য-সহ মোট ৭২ জন ছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

কাঠমান্ডু শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৬:২৯
Share:

অবতরণের ঠিক আগের মুহূর্তে ভেঙে পড়ে বিমানটি। ছবি রয়টার্স।

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের আঘাত গুরুতর। জখম ২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক বলে জানা গিয়েছে। ওই ২ জন নেপালের নাগরিক।

Advertisement

রবিবার সকালে পোখরা বিমানবন্দরে অবতরণের ১০ সেকেন্ড আগে ভেঙে পড়ে যাত্রিবাহী বিমান। ওই বিমানে ৬৮ জন যাত্রী ছিলেন। সঙ্গে ছিলেন আরও ৪ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে জানিয়েছে সে দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। পিটিআই সূত্রে খবর, বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের অনুসন্ধান কমিটি তৈরি করেছে নেপাল সরকার। সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে নেপাল সরকার।

Advertisement

বিমানটিতে ৫ জন ভারতীয় ছিলেন। তাঁদের নাম প্রকাশ করা হয়েছে। ওই ৫ ভারতীয় হলেন, অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিলকুমার রাজভর, সোনু জয়সওয়াল এবং সঞ্জয় জয়সওয়াল। তবে তাঁরা জীবিত রয়েছেন কি না, সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement