New York: নিউ ইয়র্কের সাবওয়ে স্টেশনে বন্দুকবাজের হানা, গুরুতর আহত ১৩, উদ্ধার বিস্ফোরক

নিউ ইয়র্কের সানসেট পার্কের সাবওয়ে স্টেশনে বন্দুকবাজের হানা। এলোপাথাড়ি গুলিতে আহত হলেন অন্তত ১৩ জন। হামলার দায় নেয়নি কোনও জঙ্গি গোষ্ঠী।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২২ ১৯:২৯
Share:

হঠাৎই সাবওয়ে স্টেশনে হামলা আততায়ীদের। ছবি: রয়টার্স।

আবার বন্দুকবাজের হানা নিউ ইয়র্কে। মঙ্গলবার সকালে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে আচমকা শোনা যায় বিস্ফোরমের শব্দ। এলোপাথাড়ি গুলি চালায় কয়েকজন আততায়ী। সানসেট পার্কের অনতিদূরের এলাকা ধোঁয়ায় ভরে যায়। স্টেশন থেকে শোনা যায় আমজনতার আর্ত চিৎকার। নিউ ইয়র্ক প্রশাসন সূত্রে খবর, এই আততায়ী হামলায় অন্তত ১৩ জন নাগরিক গুরুতর আহত হয়েছেন। অকুস্থল থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরকও।

Advertisement

নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, তাদের প্রাথমিক অনুমান গুলি কিংবা বড় কোনও বিস্ফোরক ব্যবহার হয়েছে। তারা তদন্ত চালাচ্ছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলত সকালের ব্যস্ততার মধ্যে অসুবিধায় পড়েন আশেপাশের নিত্যযাত্রীরা। তাছাড়া আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

নিউ ইয়র্কের দমকল দফতরের তরফে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে তারা এটুকু জানাচ্ছে যে, সকাল সাড়ে আটটা নাগাদ স্টেশন থেকে ধোঁয়া ওঠার খবর পেয়ে অকুস্থলে যান কর্মীরা। নিউ ইয়র্ক সিটি পুলিশের আবেদন, সবাই যেন ব্রুকলিন ফোর্থ অ্যাভিনিউয়ের ৩৬তম স্ট্রিট এড়িয়ে চলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement