আবদুল্লা শাহিদ ফাইল চিত্র
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৭৬তম অধিবেশনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন মলদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ।
১৯৩ সদস্যের এই সভার নির্বাচনে জিততে গেলে অন্তত ৯৭টি ভোট প্রয়োজন। আবদুল্লা পেয়েছেন ১৪৩টি। প্রেসিডেন্ট পদের জন্য প্রতি বছর এক বার করে ভোট হয়। যার মেয়াদ এক বছর। সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এ বছরের অধিবেশন। যার সম্পূর্ণ দায়িত্বে থাকবেন আবদুল্লা।
ভারত অবশ্য প্রথম থেকেই আবদুল্লাকে সমর্থন জানিয়েছে। গত বছর নভেম্বরে ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলার মলদ্বীপ সফরের সময়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আবদুল্লার নাম প্রথম প্রকাশ্যে আসে। শ্রিংলা সেই ঘোষণাকে স্বাগত জানান। এ বছর ফেব্রুয়ারিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মলদ্বীপ সফরে গিয়ে আবদুল্লার পাশে দাঁড়ানোর কথাই বলেন। শুরু থেকে তাঁর পাশে থাকার জন্যে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন আবদুল্লা। ১৯৮৩ সাল থেকে মলদ্বীপের বিদেশ মন্ত্রকের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামালাচ্ছেন আবদুল্লা। আবদুল্লার বিপক্ষে ছিলেন আফগানিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী জ়ালমাই রাসৌল।
পাশাপাশি, সোমবার রাষ্ট্রপুঞ্জের আর্থিক এবং সামাজিক পরিষদে (২০২২-২৪) নির্বাচিত হয়েছে ভারত।