Mahsa Amini

মাহশার শহরে বিক্ষোভকারীদের উপর গুলি ইরান পুলিশের, নিহত আট, আহত বহু

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, হিজাব-বিরোধী সেই জমায়েতের উপর নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালানোর ফলে আট জন নিহত এবং বেশ কয়েক জন বিক্ষোভকারী আহত হয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

তেহরান শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ১০:২৪
Share:

মাহশার মৃত্যুর প্রতিবাদ করতে তাঁর শহরেই জড়ো হয়েছিলেন হাজারো বিক্ষোভকারী। ছবি: রয়টার্স।

ইরানে হিজাব-বিরোধী আন্দোলনে গুলি চালানোর ফলে বুধবার থেকে নতুন করে অন্তত আট জন বিক্ষোভকারী মারা গিয়েছেন। এমনটাই জানাল মানবাধিকার অসরকারি সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

Advertisement

বুধবার মাহশার মৃত্যুর ৪০ দিন পূর্তি উপলক্ষে তাঁরই শহরে জড়ো হয়েছিলেন হাজার হাজার বিক্ষোভকারী। তাঁরা হিজাব নিয়ে সরকারের কট্টর মনোভাবের বিরুদ্ধে আওয়াজ তোলার পাশাপাশি মাহশার জন্য শোকজ্ঞাপনও করছিলেন। সেই জমায়েতেই গুলি চালায় সরকারের সশস্ত্র বাহিনী।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, হিজাব-বিরোধী সেই জমায়েতের উপর নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালানোর ফলে আট জন নিহত এবং বেশ কয়েক জন বিক্ষোভকারী আহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ‘‘ইরানের নিরাপত্তা বাহিনীর গুলিতে বুধবার রাত থেকে অন্তত আট জন নিহত হয়েছেন। নিহতদের সকলেই মাহশার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে এসেছিলেন। পাশাপাশি, তাঁর মৃত্যুর প্রতিবাদ করতে মাহশার শহরেই জড়ো হয়েছিলেন।’’

ইরান সরকার আগ্নেয়াস্ত্রের ‘বেপরোয়া এবং বেআইনি’ ব্যবহার করেছে বলেও এই মানবাধিকার সংস্থা সওয়াল তুলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement