Spain

স্পেনে লকডাউনে ইতি, রাস্তায় বেরিয়ে চুম্বনে মাতল যুগলরা, উচ্ছ্বাস সাধারণ মানুষের

উপস্থিত জনতার মধ্যে অনেকেই বলেন, দীর্ঘসময় ঘরবন্দি থাকার পর এই মুহূর্তটা তাঁদের স্বাধীনতার স্বাদ দিচ্ছে

Advertisement

সংবাদ সংস্থা

মাদ্রিদ শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৬:০১
Share:

ছবি: রয়টার্স

যেন নতুন বছরের উচ্ছ্বাস। ছ’মাসের লকডাউন শেষে স্পেনে আনন্দে মাতলেন সাধারণ মানুষ। এই ছ’মাস পর স্বাধীনতার দিনটি উদযাপন করলে তাঁরা। শনিবার মাদ্রিদের পুয়েত্রা দে সল স্কোয়ারে লকডাউন শেষের মুহূর্তটি উদ্‌যাপন করতে হাজির হয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ। রাত ঠিক ১২টা বাজতেই তাঁরা ফেটে পড়লেন আনন্দে, যুগলরা চুম্বনে উদ্‌যাপন করলেন এই লকডাউন শেষের মুহূর্ত।

ছ’মাসের কার্ফুর শেষ দিনে, অর্থাৎ শনিার সন্ধে থেকেই পথে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় ভিড় সামলাতে। রাত ১০টার নাগাদ পুলিশ ঘোষণা করে, লকডাউন শেষ হতে তখনও ঘণ্টাদুয়েক বাকি, তাই সকলকে ঘরে ফিরে যেতে। তখন কিছু মানুষ ফিরে গেলেও রাত ১২টায় তারা আবারও জড়ো হন। বেশির ভাগই ছিল কমবয়সীদের ভিড়। রাত ১২টা বাজতেই তাঁরা উৎসব শুরু করেন। শুভেচ্ছা বিনিময়ের মাধ্যম হিসাবে চলে চুম্বন, জড়িয়ে ধরার পালা।

উপস্থিত জনতার মধ্যে অনেকেই বলেন, দীর্ঘসময় ঘরবন্দি থাকার পর এই মুহূর্তটা তাঁদের স্বাধীনতার স্বাদ দিচ্ছে। গ্রীষ্মকালীন ছুটিটা বাইরে থেকে কাটাতে পারবেন, আপাতত সেই আনন্দেই মশগুল স্পেনের বাসিন্দারা। তবে হঠাৎ করে ভিড় বেড়ে যাওয়ায় আশঙ্কা রয়েছে চিকিৎসকমহলেও। তাঁরা বলছেন, অনেককেই মাস্ক ছাড়া রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে। যা চিন্তা বাড়াচ্ছে। করোনার প্রকোপ কমলেও মাস্ক পরার অভ্যাস ছাড়লে হবে না। আনন্দের মুহূর্তে যদি স্বাস্থ্যবিধি মানতে ভুলে যান সাধারণ মানুষ, তাহলে ফের সংক্রমণের আশঙ্কা থেকেই যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement