গ্রাফিক: শৌভিক দেবনাথ।
চাঁদের ‘কুমেরুতে’ চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের সফল অবতরণের পর আনন্দে ঝলমল করছে টিভি অ্যাঙ্করের মুখ। ‘ঐতিহাসিক সাফল্যের’ জন্য উচ্ছ্বসিত গলায় শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের। ভারতের কোনও নিউজ় চ্যানেল নয়, এ দৃশ্য পাকিস্তানের জনপ্রিয় সংবাদ চ্যানেল জিয়ো টিভির।
বিক্রমের সফল ‘সফ্ট ল্যান্ডিং’ উপলক্ষে ওই পাক টিভি চ্যানেলে একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল। তাতে হাজির ছিলেন সে দেশের জনপ্রিয় দুই টিভি অ্যাঙ্কর আবদুল্লা সুলতান এবং হুমা আমির শাহ। হুমা খোলাখুলি বলেছেন, ‘‘ভারতের চন্দ্রযানের সাফল্যে আমি খুব খুশি।’’ মহাকাশ গবেষণায় যে ভারতে অনেক এগিয়ে গিয়েছে, সে কথাও খোলাখুলি কবুল করেছেন তিনি। পাশাপাশি, নিজের দেশের বেহাল পরিস্থিতিকে কটাক্ষ করে বলেছেন, ‘‘ভারত চাঁদে পৌঁছে গেল, আর আমরা ঝুলে রয়েছি।’’
পাকিস্তানের সংবাদপত্র এবং ইউটিউব চ্যানেলগুলিও খোলাখুলি অভিনন্দন জানিয়েছে ইসরোকে। ‘দ্য ডন’ সংবাদপত্রে প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে, ‘‘তুলনা অসম হলেও মহাকাশ গবেষণায় ভারতের এই সাফল্য থেকে পাকিস্তানের অনেক কিছু শেখার রয়েছে।’’ জনপ্রিয় পাক ইউটিউবার সোয়েব চৌধরি ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘‘আমাদের তুলনায় বিজ্ঞানে ভারত একশো বছর এগিয়ে রয়েছে।’’ ভারতের চাঁদের মাটি ছোঁয়ার সাফল্যকে কুর্নিশ জানিয়েছে পাক সরকারও। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মমতাজ জহরা বালোচ শুক্রবার বলেন, ‘‘আমি বলতে পারি যে, এটি একটি বিরাট বৈজ্ঞানিক সাফল্য। যে কৃতিত্বের জন্য অভিনন্দন প্রাপ্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের।’’
ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদে থাকা ফাওয়াদ চৌধরি খোলাখুলি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাফল্যে খুশি প্রকাশ করেছেন। এমনকি, চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের অবতরণের কয়েক ঘণ্টা আগে বুধবার দুপুরে ওই ‘ঐতিহাসিক মুহূর্ত’ সরাসরি পাকিস্তানের সরকারি টিভি চ্যানেলে সম্প্রচারের জন্য সে দেশের সরকারকে অনুরোধ জানিয়েছিলেন তিনি। ভারতের সঙ্গে বৈরিতাকেই ‘পাখির চোখ’ করে পাকিস্তান যে পিছিয়ে পড়েছে, সে কথা খোলাখুলি জানিয়েছেন আবদুল্লা। বলেছেন, ‘‘আমাদের দিগন্তকে আরও প্রসারিত করতে হবে।’’