Pakistan

নাম বদলাল জইশ, ভারতে হামলার আশঙ্কা গোয়েন্দাদের

পাকিস্তানের আশ্রয়ে থেকেই ভারতে নাশকতামূলক কাজকর্ম চালায় জইশ। এ বছর ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা হামলাও তাদেরই মস্তিষ্কপ্রসূত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪০
Share:

মাসুন আজহার। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক চোখরাঙানি এড়াতে ফের এক বার নাম বদল করল পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। সংগঠনের নতুন নাম রাখা হয়েছে ‘মজলিস উরাসা-ই-শুহুদা জম্মু ওয়া কাশ্মীর।’ মৌলানা মাসুদ আজহার গুরুতর অসুস্থ হওয়ায় তার ভাই মুফতি আবদুল রউফ আসগারের হাতে এই সংগঠনের লাগাম উঠেছে। গোয়েন্দা সূত্রে খবর, ইতিমধ্যেই এক দল জিহাদিকে প্রশিক্ষণ দিতে শুরু করেছে মুফতি আবদুল। ভারতে নাশকতামূলক হামলা চালানোই তাদের লক্ষ্য।

Advertisement

পাকিস্তানের আশ্রয়ে থেকেই ভারতে নাশকতামূলক কাজকর্ম চালায় জইশ। এ বছর ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা হামলাও তাদেরই মস্তিষ্কপ্রসূত। হামলার পর সংগঠনের চাঁই মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। তার পরেও পাকিস্তানেই রয়েছে মাসুদ। সে গুরুতর অসুস্থ বলে খবর। তবে এ ভাবে আন্তর্জাতিক জঙ্গিকে দেশের মাটিতে আশ্রয় দেওয়ায় কোপে পড়েছে পাকিস্তান। সন্ত্রাস দমনে পদক্ষেপ না করায় তাদের কালো তালিকাভুক্ত করেছে আন্তর্জাতিক আর্থিক পর্যবেক্ষক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। অক্টোবরের মধ্যে সন্ত্রাস দমনের সমস্ত শর্ত পূরণ করতে না পারলে পাকাপাকি ভাবে ওই তালিকাতেই ঠাঁই হতে পারে তাদের, যার ফলে নেমে আসতে পারে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও।

ঠিক তার আগেই নাম পাল্টে ফেলল জইশ। পাকিস্তানকে নিষেধাজ্ঞার কোপ থেকে বাঁচাতেই তার এমন পদক্ষেপ করেছে বলে সন্দেহ গোয়েন্দাদের। তবে নতুন নামকরণ হলেও জম্মু-কাশ্মীরকে অশান্ত করে তোলাই লক্ষ্য এই সংগঠনের। তাই নাম রাখা হয়েছে ‘মজলিস উরাসা-ই-শুহুদা জম্মু ওয়া কাশ্মীর’, যার অর্থ ‘কাশ্মীরি শহিদদের উত্তরসূরিদের জোট।’ তবে সংগঠনের কমান্ডার এবং সদস্যরা একই রয়েছে। তাদের নেতা মৌলানা আবিদ মুখতার ইতিমধ্যেই ভারত, আমেরিকা এবং ইজরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছে।

Advertisement

আরও পড়ুন: ‘মোদীর সঙ্গে পরবর্তী বৈঠক পর্যন্ত অপেক্ষা করুন’, ট্রাম্পের ‘উল্টো সুর’-এর পর বলল বিদেশ মন্ত্রক​

পাকিস্তানের উপর যে সন্ত্রাস দমন সংগঠনগুলি নজরদারি চালায়, তাদের দাবি, ভারতে হামলা চালাতে ইতিমধ্যেই ৩০ জন জঙ্গিকে প্রশিক্ষণ দিয়েছে ‘মজলিস উরাসা-ই-শুহুদা জম্মু ওয়া কাশ্মীর’। জম্মু-কাশ্মীরে সেনা ক্যান্টনমেন্ট এবং নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালানোই মূল লক্ষ্য তাদের। তার জন্য চলতি সেপ্টেম্বর মাসেই বালাকোটের ‘মারকাজ সৈয়দ আহমেদ শহিদ’ প্রশিক্ষণ শিবিরটি ফের চালু করা হয়েছে। এর পাশাপাশি, ভাওয়ালপুর এবং সিয়ালকোট থেকেও প্রচুর নব্য জঙ্গি নিয়োগ করা হয়েছে, যাতে ভারতের নিরাপত্তাবাহিনীর উপর বড় ধরনের হামলা চালানো যায়।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক বার নাম পাল্টেছে জইশ-ই-মহম্মদ। ২০০১ সালের অক্টোবরে রাষ্ট্রপুঞ্জ এবং ডিসেম্বরে মার্কিন সরকার জইশকে জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত করে। সেই সময় সংগঠনের নাম বদলে তেহরিক-উল-ফুরকান করে দেওয়া হয়। সাময়িক ভাবে সংগঠনের যাবতীয় সম্পত্তি হস্তান্তরিত করা হয় নিচু স্তরের সদস্যদের। ২০০২ সালের জানুয়ারি মাসে পাকিস্তান সরকার তাদের নিষিদ্ধ করলে সংগঠনের নাম পাল্টে খুদ্দাম উল-ইসলাম রাখে তারা। ২০০৩ সালে খুদ্দাম নিষিদ্ধ হলে আল-রহমত নামে স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করে জইশ। তবে অন্তর্দ্বন্দ্বের জেরে পরবর্তীকালে দু’টুকরো হয়ে যায় সংগঠন। আবদুল জব্বর, মৌলানা উমর ফারুখ এবং আবদুল্লা শাহ মাঝহার সংগঠন ছেড়ে বেরিয়ে জামাত উল-ফুরকান গঠন করে। বাকিদের নিয়ে খুদ্দাম উল-ইসলাম গঠন করে মাসুদ আজহার। সেই রীতি মেনেই ফের নাম বদল করল জইশ।

আরও পড়ুন: ‘৯/ ১১ পরবর্তী আমেরিকার সন্ত্রাসবিরোধী অভিযানে যোগ দেওয়া ভুল হয়েছিল’, বিস্ফোরক ইমরান​

গোয়েন্দা সূত্রে খবর, পাক সরকারের মদতে বালাকোটের নতুন করে সক্রিয় হয়ে উঠেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। একই সঙ্গে খাইবার পাখতুনখোয়া প্রদেশের মার্দান জেলার কউয়ত উল ইসলাম, আবু হুরাইরা ও আশাব উস সাফা, সোয়াবির আল সাফা জায়দা, নুসরতজাইয়ের ফৈয়জ উল কোরান এবং পঞ্জাব প্রদেশের ওকারা জেলার সাদ বিন মুয়াজ ও তেহফিজ উল কোরান মাদ্রাসাগুলিতে অল্পবয়সী পড়ুয়াদের সন্ত্রাসী প্রশিক্ষণ এবং মৌলবাদের শিক্ষা দিচ্ছে তারা। অগস্ট মাসে ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ এবং রাজ্য ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার পরই নতুন করে উঠেপড়ে লেগেছে তারা। ভাওয়াল এবং জামরুদের প্রশিক্ষণ শিবিরে জঙ্গিদের কাশ্মীরে জিহাদের জন্যই প্রস্তুত হতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement