israel

Israel-Iran: ইজ়রায়েল ও ইরানের টুইট-যুদ্ধ

আমেরিকা-ইজ়রায়েলের সেই বন্ধুত্বের দৃশ্য টুইট করেছে ইজ়রায়েল ডিফেন্স ফোর্স।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ০৮:১০
Share:

প্রতীকী ছবি

পশ্চিম এশিয়ার স্থিতাবস্থা ভাঙছে ইরান। এমনই মন্তব্য করেছিলেন ভারতে নিযুক্ত ইজ়রায়েলের রাষ্ট্রদূত নর গিলন। তিনি বলেছিলেন, ইরান দেশটাকে চালাচ্ছে পরমাণু-অস্ত্র সক্ষম অতি কট্টরপন্থী প্রশাসক। পশ্চিম এশিয়ার জন্য খুবই বিপজ্জনক।

Advertisement

রাষ্ট্রদূতের এই মন্তব্যের পরে ইরান বলেছিল, ‘‘বাচ্চাদের মতো কথা বলছেন উনি।’’ ইরান একটি বিবৃতি দিয়ে বলে, ‘‘দারুণ শান্তিপূর্ণ সভ্যতার ইতিহাস ইজ়রায়েলের! স্বার্থপর ও রক্তাক্ত প্রশাসক, যাদের মানবাধিকার ভঙ্গ, শিশু-হত্যার অসংখ্য নজির রয়েছে। অসৎ চিন্তাভাবনার ইহুদি দূত বাচ্চাদের মতো কথা বলছেন।’’ ইরানের বিবৃতির পরে গিলন টুইট করেন, ‘‘কেউ কেউ আমাকে ‘বাচ্চাদের’ মতো বলছেন, ‘অ্যাডভেঞ্চার প্রেমী’ বলছেন। তা ভাল, আমি প্রশংসা হিসেবেই নিচ্ছি। ইতি, আপনাদের প্রিয় অসৎ ভাবনার ইহুদি দূত।’’ এ দিনই আবার আমেরিকান বি-১বি বোমারু বিমানকে পথ দেখিয়ে নিয়ে যায় ইজ়রায়েলের ফাইটার জেট। আমেরিকা-ইজ়রায়েলের সেই বন্ধুত্বের দৃশ্য টুইট করেছে ইজ়রায়েল ডিফেন্স ফোর্স।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement