Indian Origin in US

ট্রাক নিয়ে সটান হোয়াইট হাউসে ধাক্কা! ভারতীয় বংশোদ্ভূত যুবককে আট বছরের কারাদণ্ড কোর্টের

২০ বছরের যুবকের জন্ম হায়দরাবাদে। আমেরিকার গ্রিন কার্ড রয়েছে তাঁর। ২০২৩ সালে হোয়াইট হাউসে হামলার ঘটনায় তাঁকে দোষী সাব্যস্ত করে আমেরিকার আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৭:৪৭
Share:

আমেরিকায় বন্দি ভারতীয় বংশোদ্ভূত যুবক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

হোয়াইট হাউসে হামলার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত যুবককে দোষী সাব্যস্ত করল আমেরিকার আদালত। তাঁকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালের মে মাসে যুবক আমেরিকার প্রশাসনিক ভবনে হামলা চালান। একটি ট্রাক নিয়ে তিনি হোয়াইট হাউস চত্বরে চলে গিয়েছিলেন। ভবনের গায়ে বার দুয়েক ধাক্কাও মারেন ট্রাকের মাধ্যমে। তার পর ট্রাক থেকে নেমে ওড়ান লাল-সাদা পতাকা। ওই ঘটনায় যুবককে আগেই দোষী সাব্যস্ত করেছিল আদালত। দু’বছরের মাথায় সাজাও শোনানো হল।

Advertisement

২০ বছরের সাই বর্শিঠ কান্দুলার জন্ম হায়দরাবাদে। আমেরিকার গ্রিন কার্ড রয়েছে তাঁর। আমেরিকার আদালতের তথ্য বলছে, ২০২৩ সালে মিসৌরি থেকে ওয়াশিংটনে যান যুবক। বিকেল ৫টা ২০ নাগাদ বিমানবন্দরে নামেন। তার পর একটি ট্রাক ভাড়া নেন। সেই ট্রাক চালিয়ে সোজা চলে যান হোয়াইট হাউস চত্বরে।

রাত ৯টা ৩৫ মিনিট নাগাদ যুবক সেই ট্রাক নিয়ে হোয়াইট হাউসে ধাক্কা মারেন। আশপাশের লোকজন সেখান থেকে ছুটে পালিয়ে যান। মুহূর্তে হুড়োহুড়ি পড়ে যায় হোয়াইট হাউস চত্বরে। হোয়াইট হাউসের প্রাচীরে পর পর দু’বার সজোরে ধাক্কা মারার পর ট্রাক থেকে নেমে দাঁড়ান যুবক। লাল-সাদা স্বস্তিক চিহ্ন সম্বলিত একটি পতাকা তোলেন হোয়াইট হাউসের ফটকের সামনে দাঁড়িয়ে। তার পর তাঁকে আমেরিকার পুলিশ গ্রেফতার করে।

Advertisement

সরকারি সম্পত্তি ধ্বংস-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। আমেরিকার বিচার দফতর জানিয়েছে, ওই যুবক জার্মানির নাৎসি মতাদর্শে প্রভাবিত। আমেরিকায় নির্বাচিত সরকার ফেলে দিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠাও করতে চেয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement