মুহাম্মদ ইউনূস। —ফাইল চিত্র।
ক্রমাগত ভারতবিরোধী মন্তব্য শোনা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অংশ এবং ঘনিষ্ঠদের মুখে। এ নিয়ে তাদের সতর্ক করল ভারত। নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ভারতের বার্তা, ‘‘ভাষা নিয়ে আরও সংযত হোন।’’ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, মাহফুজ আলমের ফেসবুক পোস্টের বিষয়টি নিয়ে বাংলাদেশের কাছে কঠোর বার্তা দেওয়া হয়েছে। ইউনূস-ঘনিষ্ঠ বলে পরিচিত আলমের পোস্টটি তার পর ডিলিট করে দেওয়া হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর বলেন, ‘‘ওই বিতর্কিত পোস্ট ইতিমধ্যে মুছে ফেলেছে। তবে আমরা সংশ্লিষ্ট পক্ষকে তাঁদের জনসাধারণের মধ্যে প্রকাশ্যে মন্তব্য (ভারতবিরোধী) নিয়ে সচেতন হওয়ার কথা বলতে চাই। ভারত বার বার বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতির আগ্রহ দেখিয়েছে। কিন্তু এই রকমের মতপ্রকাশের ক্ষেত্রে দায়িত্বজ্ঞান থাকার প্রয়োজন।’’ বস্তুত, আলমের একটি ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওই উপদেষ্টা ভারতের একাধিক রাজ্য মিলিয়ে ‘অখণ্ড বাংলাদেশ’ গড়ার ডাক দেন। তিনি শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ নিয়ে লেখেন, ‘‘বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়। মুক্তি এখনও বহুত দূরে...।’’ একদা মাহফুজকে ‘বিপ্লবের মাথা’ বলে উদ্ধৃত করেছিলেন ইউনূস। তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এক জন প্রতিনিধি হিসাবে আলমের মন্তব্যকে যে মোটেই ভাল ভাবে নিচ্ছে না ভারত, সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং মানবাধিকারের উপর প্রভাব নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত। গত ৯ ডিসেম্বর বিদেশসচিবের বাংলাদেশ সফরের সময়েও সেই বার্তা দেওয়া হয়েছিল।