News Of The Day

মালদহ জেলা প্রশাসনের সঙ্গে সভা মুখ্যমন্ত্রী মমতার। শাস্তি ঘোষণার পর তর্ক ও বিতর্ক। আর কী কী

মালদহে সভা মুখ্যমন্ত্রীর, আরজি কর মামলা, শপথের পর ট্রাম্পের প্রথম দিন, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, শহিদ মিনারে আইএসএফের সমাবেশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ০৬:২৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ইংরেজবাজারে মালদহ জেলা প্রশাসনের সঙ্গে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

আজ ইংরেজবাজারে মালদহ জেলা প্রশাসনের সঙ্গে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলেই তিনি মুর্শিদাবাদ সফর শেষে মালদহে পৌঁছন। তার পরই সোজা চলে যান মৃত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের বাড়ি। তাঁর স্ত্রী চৈতালির সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা বলেন তিনি। দলের অন্দরে কোন্দলের কারণেই কি দুলালকে খুন হতে হয়েছে, সেই প্রশ্নই ঘুরছে জেলা তৃণমূলের অন্দরে। জেলার অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বই যে তৃণমূল নেতার প্রাণ কেড়েছে, তা পুলিশি তদন্তেও উঠে এসেছে। সোমবার নিহত দুলালের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘‘মালদহের রাজনীতিটা বুঝি না! রহস্যটা কী?’’ ইংরেজবাজারের সভামঞ্চ থেকে আজ সেই রহস্য এবং জেলা রাজনীতি নিয়ে মমতা কিছু বলেন কি না, নজর থাকবে সে দিকে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আরজি কর মামলা: শাস্তি ঘোষণার পর তর্ক ও বিতর্ক

Advertisement

আরজি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ কোর্ট। বিচারক জানিয়েছেন, এটা ‘বিরলের মধ্য বিরলতম’ ঘটনা নয়। এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সরকার থেকে আন্দোলনকারী চিকিৎসকেরা। সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার। জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের লড়াই থামবে না। অন্য দিকে সঞ্জয়ের আইনজীবী তাঁর ‘খালাস’ চেয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। নিম্ন আদালতের এই রায় নিয়ে তর্ক-বিতর্ক কোথায় পৌঁছয়, আজ সে দিকে নজর থাকবে।

শপথের পর ট্রাম্পের প্রথম দিন, কী বদল আমেরিকায়

সোমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসেই বাইডেন জমানার বেশ কিছু নীতি বদলে ফেলতে চান তিনি। আরও কড়াকড়ি করতে চান অভিবাসন নীতি। শপথ নেওয়ার আগে ট্রাম্প জানান, অবৈধ ভাবে যাঁরা আমেরিকায় প্রবেশ করেছেন, তাঁদের সকলকে ফেরত পাঠাবেন তিনি। মেক্সিকো সীমান্তেও জরুরি অবস্থা জারি করতে চান নতুন প্রেসিডেন্ট। এ অবস্থায় আমেরিকায় কী কী বদল আসে, সে দিকে নজর থাকবে মঙ্গলবার।

জাঁকিয়ে শীত কি পড়বে না! তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

আগামী কয়েক দিনে তাপমাত্রা হ্রাস নয়, বরং বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। তবে রাজ্য জুড়ে শুকনো আবহাওয়া থাকবে। মূলত পশ্চিমি ঝঞ্ঝাই এ রাজ্যে শীতের পথে ‘কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা পাচ্ছে। শীত জাঁকিয়ে বসতে পারছে না।

শহিদ মিনার ময়দানে আইএসএফের সমাবেশ

আজ শহিদ মিনার ময়দানে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাবেশ করবে আইএসএফ। শহিদ মিনারের বদলে কোনও ঘেরা জায়গায় যাতে নওশাদ সিদ্দিকিরা সভা করেন, হাই কোর্টে সেই আর্জি জানিয়েছিল রাজ্য। কিন্তু আদালত শহিদ মিনারেই সমাবেশ করার অনুমতি দিয়েছে। এই খবরে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement