গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
ইডেনে কাল ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ। কলকাতাতেই শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। সূর্যকুমার যাদবদের প্রস্তুতির সব খবর।
আইএসএলে আজ আবার খেলবে মোহনবাগান। বিপক্ষে চেন্নাইয়িন এফসি। জয়ে ফেরার লক্ষ্যে নামবে সবুজ-মেরুন। রয়েছে অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচ-আলকারাজ় কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে বার্সেলোনা, লিভারপুলের খেলা।
ইডেনে ভারতের টি২০ সিরিজ় শুরু, সূর্যদের প্রস্তুতির খবর
ইডেনে কাল নামছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় শুরু হচ্ছে কলকাতায়। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ জনের ভারতীয় দল শনিবারই চলে এসেছে শহরে। চলছে প্রস্তুতি। ভারতীয় দলের সব খবর।
আইএসএলে মোহনবাগানের খেলা, বিপক্ষে চেন্নাইয়িন, জয়ে ফিরতে পারবেন পেত্রাতোসেরা?
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে আজ খেলবে মোহনবাগান। বিপক্ষে চেন্নাইয়িন এফসি। জয়ে ফেরার লক্ষ্যে নামবে সবুজ-মেরুন। আগের ম্যাচে জামশেদপুরের সঙ্গে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসদের। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্টে রয়েছে বাগান। আজ জিতলে তারা শীর্ষ স্থান আরও মজবুত করতে পারবে। চেন্নাইয়ের মাঠে জয়ে ফিরতে পারবে তারা? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।
অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে মহারণ, জোকোভিচ বনাম আলকারাজ় লড়াই
অস্ট্রেলিয়ান ওপেনে আজ মহারণ। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি সপ্তম বাছাই নোভাক জোকোভিচ ও তৃতীয় বাছাই কার্লোস আলকারাজ়। খেলা দুপুর ২:৪০ থেকে। তার আগে রয়েছে আরও একটি কোয়ার্টার ফাইনাল। খেলবেন দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভ ও দ্বাদশ বাছাই টমি পল। এই ম্যাচ সকাল ৮:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে ন’টি ম্যাচ, খেলবে বার্সা, লিভারপুল
আজ থেকে আবার শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। রয়েছে ন’টি ম্যাচ। খেলবে বার্সেলোনা, লিভারপুলের। বার্সেলোনার সামনে বেনফিকা। লিভারপুল খেলবে এলওএসসি-র সঙ্গে। দু’টি ম্যাচই রাত ১:৩০ থেকে। একই সময়ে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ-লেভারকুসেন, ক্রাভেনা জেভেদা-পিএসভি, জুভেন্টাস-ক্লাব ব্রাগ, স্লোভান ব্রাতিস্লাভা-স্টুটগার্ট, বোলোনা-ডর্টমুন্ড ম্যাচ। রাত ১১:১৫ থেকে রয়েছে মোনাকো-অ্যাস্টন ভিলা, আটলান্টা-স্টার্ম গ্রাজ ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপে ভারতের ম্যাচ, বিপক্ষে মালয়েশিয়া
অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ দ্বিতীয় ম্যাচে নামছে ভারত। বিপক্ষে মালয়েশিয়া। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে ভারত। এই ম্যাচ জিতলে ভারতের সুপার সিক্সে ওঠা কার্যত নিশ্চিত হয়ে যাবে। খেলা শুরু দুপুর ১২টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।