Donald Trump

প্রথা মেনে হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন, প্রথম দিনে কী কাজ নতুন প্রেসিডেন্টের?

সোমবার রাত সাড়ে ১০টায় (ভারতীয় সময়) ক্যাপিটল রোটান্ডায় আমেরিকায় ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ১৯১৭ সালের পর আবার হোয়াইট হাউসে সোমবার প্রবেশ করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২২:০৩
Share:

জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

প্রথা মেনে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে চা চক্রে স্বাগত জানালেন তাঁর পূর্বসূরি জো বাইডেন। আর সেই সঙ্গেই শুরু হয়ে গেল ক্ষমতা হস্তান্তর পর্ব।

Advertisement

চা চক্র চলাকালীনই আমেরিকার কংগ্রেসের তিন প্রাক্তন স্পিকার নিউট গিংরিচ, জন বোহেনার এবং কেভিন ম্যাকার্থি অনুষ্ঠানের সূচনার জন্য ক্যাপিটল রোটান্ডায় চলে যান। কিন্তু কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের সর্বশেষ ডেমোক্র্যাটিক স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়ে দিয়েছেন, তিনি শপথ অনুষ্ঠানে যোগ দেবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে শপথ অনুষ্ঠানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যোগ দেবেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয় বার শপথের আগে বিভিন্ন রাষ্ট্রনেতাদের থেকে সোমবার অভিনন্দন বার্তা পেয়েছেন ট্রাম্প। সেই তালিকায় উল্লেখযোগ্য নাম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, প্রথম দিনেই তিনি ‘প্রায় ১০০’ নির্বাহী আদেশে সই করবেন। ওই নির্দেশনামাগুলির অনেকগুলোতেই বাইডেন প্রশাসনের বিভিন্ন পদক্ষেপকে বাতিল করে দেওয়া হবে। সেই তালিকায় অন্যতম হল, ‘বেআইনি অভিবাসী বিতাড়ন’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement