Arrest

পরকীয়া সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসায় বধূর উপর অ্যাসিড হামলা বসিরহাটে! গ্রেফতার চার

বসিরহাটের চাঁপাপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, গত ১৩ জানুয়ারি প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন ওই বধূ। সেই সময় তাঁর উপর হামলা হয়। তাঁর মুখে, গায়ে অ্যাসিড ঢেলে পালান কয়েক জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২৩:৪৪
Share:

— প্রতীকী চিত্র।

বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসায় এক বধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। ওই অভিযোগে চার জনকে গ্রেফতারও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরায় মূল অভিযুক্ত অভিযোগ স্বীকারও করেছেন।

Advertisement

বসিরহাটের চাঁপাপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, গত ১৩ জানুয়ারি প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন ওই বধূ। সেই সময় তাঁর উপর হামলা হয়। তাঁর মুখে, গায়ে অ্যাসিড ঢেলে পালান কয়েক জন। বধূর চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়েরা। তাঁরাই বধূকে বসিরহাট হাসপাতালে নিয়ে যান প্রথমে। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে।

পুলিশ সূত্রে খবর, বধূর স্বামীই থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে রবিবার রাতে চার জনকে গ্রেফতার করে পুলিশ। বসিরহাট থানার এক আধিকারিক বলেন, ‘‘মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। উনি জেরায় জানিয়েছেন, আক্রান্ত ওই মহিলার সঙ্গে তাঁর ১০ বছর ধরে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। মহিলা তাঁর কাছ থেকে অনেক টাকাও নিয়েছেন। দিন কয়েক আগেই সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চান মহিলা। সেই রাগের বশেই কয়েক জনকে দিয়ে অ্যাসিড হামলা করিয়েছেন তিনি।’’

Advertisement

পুলিশ জানিয়েছেন, ধৃতদের সোমবার বসিরহাট মহকুমা হাসপাতালে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement