পার্থ চট্টোপাধ্যায়। — ফাইল চিত্র।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিনের শর্তও দিয়েছে আদালত। এই মামলায় সুপ্রিম কোর্ট তাঁর জামিনের নির্দেশ দিয়েছিল আগেই। সোমবার বিচারভবন তা কার্যকর করল। যদিও জেলমুক্তি ঘটছে না পার্থের। নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি তিনি।
২০২২ সালের জুলাই মাসে ইডির এই মামলাতেই গ্রেফতার হয়েছিলেন পার্থ। এ বার এই মামলাতেই তাঁকে জামিন দিল বিচারভবন। বিচারক শর্ত দিয়েছেন, শহর ছাড়তে পারবেন না পার্থ। সোমবার জামিন পাওয়ার পরে জেলেই অসুস্থ হয়ে পড়েছেন পার্থ। প্রেসিডেন্সি জেলে অসুস্থবোধ করায় চিকিৎসার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই ভর্তি করানো হয়েছে পার্থকে।
গত ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট ইডির মামলায় পার্থের জামিন মঞ্জুর করে। শীর্ষ আদালত জানায়, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। গত ডিসেম্বর মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। ১ ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ হয়ে যায়, তবে তার আগেও জামিন পেতে পারেন পার্থ। সোমবার সুপ্রিম কোর্টের সেই নির্দেশ কার্যকর করল বিচারভবন।