সুজয়কৃষ্ণ ভদ্র। — ফাইল চিত্র।
হাসপাতাল থেকে সোমবার জেলে ফিরলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। গত মাসে অসুস্থ হয়ে পড়ায় প্রথমে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখান থেকে পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার বাইপাসের ধারের সেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। সিবিআই তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করানোর আবেদন জানিয়েছিল। মঙ্গলবার সেই পরীক্ষা করানোর কথা।
গত ডিসেম্বর মাসে জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন সুজয়কৃষ্ণ। তাঁকে প্রথমে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শেষ পর্যন্ত বাইপাসের ধারের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তিনি হাসপাতালে ভর্তি থাকার কারণে আদালতে ইডির চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে যায়। শেষ পর্যন্ত জানুয়ারি মাসে ভার্চুয়াল মাধ্যমেই আদালতের শুনানিতে উপস্থিত হন সুজয়কৃষ্ণ। তাঁকে দিয়েই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারভবনে চার্জগঠনের প্রক্রিয়া শুরু হয়। এ বার হাসপাতাল থেকে জেলে ফিরে গেলেন সুজয়কৃষ্ণ।
নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন ‘কাকু’। সেই মামলায় গত বছরের শেষে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। কিন্তু সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরে ‘কাকু’ আবার প্রেসিডেন্সি জেলে ফিরে গিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে।