imran khan

Imran Khan: সেনার হাতেই আসল ক্ষমতা, মানলেন ইমরান

ইমরান এ কথাও জানিয়েছেন, ভবিষ্যতে যদি ফের এই ধরনের পরিস্থিতি আসে, তা হলে তিনি পুনর্নির্বাচন চাইবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ০৫:৫৬
Share:

ফাইল চিত্র।

এক সময় যে সেনাবাহিনীর সমর্থন নিয়ে দেশের ক্ষমতায় এসেছিলেন তিনি, সম্প্রতি গদি হারিয়ে সেই সেনাবাহিনীর বিরুদ্ধেই মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ইমরান খান। প্রথম থেকেই তাঁর সরকার যে সেনার হাতের পুতুল ছিল, সে কথাই এক সাক্ষাৎকারে বললেন ইমরান।

Advertisement

বুধবার পাকিস্তানের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইমরান জানিয়েছেন, সরকারে আসার সময় থেকেই তাঁর দল প্রকৃত ‘ক্ষমতাহীন’ ছিল। সেই কারণে জোটসঙ্গীদের পাশে দরকার ছিল তাঁর। পাশাপাশি ইমরান এ কথাও জানিয়েছেন, ভবিষ্যতে যদি ফের এই ধরনের পরিস্থিতি আসে, তা হলে তিনি পুনর্নির্বাচন চাইবেন। তখন হয় সরকার গড়ার মতো একক সংখ্যাগরিষ্ঠতা চাইবেন অথবা সরকারে থাকবেন না। ইমরানের কথায়, ‘‘আমাদের হাত বাঁধা ছিল। সব দিক থেকে ব্ল্যাকমেল করা হত। আমাদের হাতে প্রকৃত ক্ষমতা ছিল না। আর আসল ক্ষমতা কার হাতে তা সকলেই জানে।’’

১০ এপ্রিল বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাবে হেরে প্রধানমন্ত্রীত্ব ছাড়তে বাধ্য হয়েছেন ইমরান। কিছু দিন আগে পর্যন্ত তাঁকে গদিচ্যুত করার জন্য সরাসরি আমেরিকাকে দুষেছিলেন ৬৯ বছরের এই ক্রিকেটার-রাজনীতিবিদ। এই প্রথম উল্টো সুরে গেয়ে সেনাবাহিনীর বিরুদ্ধেও মুখ খুলেছেন ইমরান।

Advertisement

সে দিনের সাক্ষাৎকারে ইমরান সেনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, শুধুমাত্র দায়িত্ব রয়েছে অথচ ক্ষমতা বা কর্তৃত্ব নেই, এই অবস্থায় কোনও প্রতিষ্ঠানই কাজ করতে পারে না। তাঁর সরকারেরও সেই দশাই হয়েছিল। তিনি বলেছেন, ‘‘আমরা ওদের (সেনা) উপরে নির্ভরশীল। ওরা অনেক ভাল কাজ করে। কিন্তু অনেক জরুরি কাজ ওরা করেনি। ন্যাব-এর মতো দুর্নীতি দমন সংস্থা ওদের হাতে রয়েছে। ওদের হাতেই আসল ক্ষমতা।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement