—প্রতীকী চিত্র।
মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনা নিয়ে শোরগোলের আবহে বীরভূমের সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ উঠল। ওই অভিযোগকে কেন্দ্রকে বিক্ষোভও দেখান রোগীর পরিবারের লোকেরা। অভিযোগ, হাসপাতালের এক নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এক মহিলা পুলিশকর্মীও জখম হয়েছেন বলে খবর।
হাসপাতাল সূত্রে খবর, মৃতার নাম মামণি দলুই। বাড়ি বীরভূমের সদাইপুর থানার দুর্লভপুর গ্রামে। শুক্রবার বন্ধ্যাত্বকরণের জন্য মামণিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শনিবার তাঁর বন্ধ্যাত্বকরণ হয়। পরিবারের অভিযোগ, রবিবার সকালে রোগীকে একটি ওষুধ খাইয়েছিলেন চিকিৎসক। তার খানিক ক্ষণ পরেই মৃত্যু হয় মামণির। এর পরেই ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়েরা। এক জনের দাবি, ‘‘চিকিৎসক সকালে ওষুধ দিয়েছিলেন। ওষুধটা খাওয়ার পরেই মৃত্যু হয় মামণির।’’
রোগীর আত্মীয়দের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল হাসপাতাল চত্বরে। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন পরিজনেরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালে একটি তদন্ত কমিটি তৈরি হয়েছে। পরিবারের লোকেদের সঙ্গেও তাঁরা কথা বলেছেন। রোগীকে যে ওষুধ দেওয়া হয়েছিল, সেই ওষুধটিও পরীক্ষা করে দেখা হচ্ছে।